প্রথম ওয়ানডে জিততে টাইগারদের লক্ষ্য ১৫০

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৪ এএম, ১১ জুলাই ২০২২
প্রথম ওয়ানডে জিততে টাইগারদের লক্ষ্য ১৫০

টস জিতে তামিম ইকবালের নেওয়ার বোলিংয়ের সিদ্ধান্ত যে ভুল ছিল না তা প্রমাণ করেছেন বোলাররা। ক্যারিবিয়ান ব্যাটারদের বিপক্ষের দারুণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৪৯ রানে থামিয়ে দিয়েছে বাংলাদেশ। এবার দলকে জেতানোর দায়িত্ব ব্যাটারদের।

রোববার (১০ জুলাই) গায়ানায় বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর টস জিতে বোলিংয়ে নেমে শুরু থেকেই ক্যারিবিয়ান ব্যাটারদের চাপে ফেলেছিল বাংলাদেশ। ইনিংসে একবারও সেই চাপ থেকে বের হতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এর আগে বৃষ্টির কারণে খেলা ৪১ ওভারে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

ইনিংসের দ্বিতীয় ওভারেই ক্যারিবিয়ান শিবিরে প্রথম আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। শাই হোপ প্রথম বলেই ফেরেন প্যাভিলিয়নে। পরে একে একে যোগ দেন মেহেদি হাসান মিরাজ ও শরিফুল ইসলাম। এই দুইজনের বোলিং তোপে স্কোরবোর্ডে ৫৫ রান তুলতেই ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে বসে ৪ উইকেট। 

এই সময়ে শামারহ ব্রুকস (৬৬ বলে ৩৩) কিছুটা চেষ্টা করেছিলেন। তবে বাংলাদেশি বোলারদের তোপে রান তুলতেই হিমশিম খেয়েছেন তিনি। শুধু ব্রুকস নন, অধিনায়ক নিকোলাস পুরানও খোলস ছেড়ে বের হতে পারেননি।

মাঝে নিকোলাস পুরান ও রভম্যান পাওয়েল দলকে টেনে তোলার দায়িত্ব নিয়েছিলেন। তবে সেই দায়িত্বের ভার সামলাতে পারেননি তাদের কেউই। পুরান (২৪ বলে ১৮) মিরাজের বলে বোল্ড হয়ে ফেরার আগেই তার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন পাওয়েল (১১ বলে ৯)। এরপর রোমারিও শেফার্ডও টিকতে পারেননি। ১৯ বলে ১৬ রান করা শেফার্ড শরিফুলের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন।

আকিল হোসেন (১২ বলে ৩) ও গুদাকেশ মতি (১১ বলে ৭) না পারলেও দলকে ইনিংসে শেষ বল পর্যন্ত টেনে নিয়ে গেছেন জেইডেন সিলস (২৩ বলে ১৬) ও অ্যান্ডারসন ফিলিপ (২২ বলে ২১)। তাদের দুইজনের অপরাজিত ৩৯ রানের জুটিতে ৯ উইকেটে ১৪৯ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। বাংলাদেশের হয়ে ৩৪ রানে চার উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। এছাড়াও ৩৬ রানে তিন উইকেট শিকার করেন মেহেদি হাসান মিরাজ। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

এক সিদ্ধান্তে দুই আউট থেকে বাঁচলেন পুরান!

এক সিদ্ধান্তে দুই আউট থেকে বাঁচলেন পুরান!

বাংলাদেশের ১৩৮তম ওয়ানডে ক্রিকেটার নাসুম 

বাংলাদেশের ১৩৮তম ওয়ানডে ক্রিকেটার নাসুম 

১৬ বছর পর সাকিব-মুশফিককে ছাড়া ওয়ানডেতে বাংলাদেশ

১৬ বছর পর সাকিব-মুশফিককে ছাড়া ওয়ানডেতে বাংলাদেশ

‘আরও ২-৩ জন অলরাউন্ডার থাকলে এই প্রশ্নগুলো হতো না’

‘আরও ২-৩ জন অলরাউন্ডার থাকলে এই প্রশ্নগুলো হতো না’