বাংলাদেশের পর ভারতের বিপক্ষেও সিরিজ জিততে চায় জিম্বাবুয়ে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৫ এএম, ১৫ আগস্ট ২০২২
বাংলাদেশের পর ভারতের বিপক্ষেও সিরিজ জিততে চায় জিম্বাবুয়ে

সাম্প্রতিক সময়ে মাঠের ক্রিকেটে দারুণ ছন্দে রয়েছে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশকে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ হারিয়েছে। ফলে সবমিলিয়ে আত্মবিশ্বাসের কমতি নেই জিম্বাবুয়ের ড্রেসিংরুমে।

আত্মবিশ্বাসের পরিমাণ এতই বেশি যে, এবার ভারতের বিপক্ষেও আগেভাগে সিরিজ জয়ের ঘোষণা দিয়ে রেখেছেন জিম্বাবুয়ের ব্যাটার ইনোসেন্ট কাইয়া। এমনকি সিরিজের ফলও বলে দিয়েছেন, ২-১ ব্যবধানে ভারতকে হারাবেন তারা।

কাইয়া বলেন, “২-১ ব্যবধানে জিতবে জিম্বাবুয়ে। আমরা সিরিজ জিতব। আর আমার ব্যক্তিগত চাওয়া, সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া এবং সেঞ্চুরি করা। সহজ পরিকল্পন, এটাই আমার লক্ষ্য।”

ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন কাইয়া। বাংলাদেশের বিপক্ষে গেল সিরিজেও ব্যাট হাতে দারুণ সফল ছিলেন তিনি। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সিকান্দার রাজার সঙ্গে কাধে কাধ মিলিয়ে দলকে উদ্ধার করেছেন খাদের কিনারা থেকে। দুর্দান্ত সেঞ্চুরি করে রাজাকে নিয়ে গড়েছিলেন ম্যাচ জয়ী জুটি। 

বিশ্রামে দ্রাবিড়, জিম্বাবুয়ে সিরিজে ভারতের প্রধান কোচ লক্ষ্মণ

ভারতের বিপক্ষে এত আত্মবিশ্বাসের কারণ যে বাংলাদেশের বিপক্ষে ৯ বছর পর ওয়ানডে সিরিজ জয় সেটা কাইয়ার কথাতেই প্রকাশ পেল। 

“জয়ের অনুভূতি সবসময়ই দারুণ। জয়ের ধারায় থাকলে, সবসময় ইতিবাচক মানসিকতা থাকে। তাই, হ্যাঁ, আমাদের জন্য বাংলাদেশের বিপক্ষে জয় ছিল ইতিবাচক বিষয়” যোগ করেন কাইয়া।

sportsmail24

ভারতের বিপক্ষে পরিসংখ্যান অবশ্য জিম্বাবুয়ের পক্ষে কথা বলছে না। ২৯টি ওয়ানডে ম্যাচ খেলে ভারতের বিপক্ষে মাত্র পাঁচটি ম্যাচে জয়ে পেয়েছে জিম্বাবুয়ে।

তবে এশিয়া কাপের আগে হওয়া তিন ম্যাচের ওডিআই সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতীয় দলে নেই একাধিক নিয়মিত মুখ। বলা যায়, দ্বিতীয় সারির দল পাঠিয়েছেন তারা। তাই এই সুযোগটা নিতেই পারে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে। 

চলতি বছরের ১৮ আগস্ট হারারে স্পোর্টস ক্লাব মাঠে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। একই মাঠে ২০ ও ২২ আগস্ট অনুষ্ঠিত হবে বাকি দুইম্যাচ। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

ধাওয়ানকে সরিয়ে দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের অধিনায়ক রাহুল

ধাওয়ানকে সরিয়ে দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের অধিনায়ক রাহুল

মালদ্বীপে নারী ক্রিকেটারদের কোচ বাংলাদেশি ফাতেমা তুজ জোহরা

মালদ্বীপে নারী ক্রিকেটারদের কোচ বাংলাদেশি ফাতেমা তুজ জোহরা

শূন্য রানে আউট হয়ে রাজস্থান মালিকের চড় খেয়েছিলেন টেইলর

শূন্য রানে আউট হয়ে রাজস্থান মালিকের চড় খেয়েছিলেন টেইলর

তিন বছর পর জাতীয় ফিরে সাব্বিরের শুকরিয়া আদায়

তিন বছর পর জাতীয় ফিরে সাব্বিরের শুকরিয়া আদায়