বাংলাদেশ সফরে দল দিলো নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৯ এএম, ০২ সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশ সফরে দল দিলো নিউজিল্যান্ড

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি বিশ্বকাপে প্রস্তুতি বলা হলেও দ্বিতীয় সারির দল নিয়ে ঢাকা সফর করবে নিউজিল্যান্ড। সফরে দলের নেতৃত্ব দিবেন লকি ফার্গুসন।

শনিবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। ১৫ সদস্যের দলে নেতৃত্ব দেবেন লকি ফার্গুসন। যা কিনা প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কত্ব করবেন তিনি।

বাংলাদেশে দুই দফায় সফর করবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বিশ্বকাপের আগে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। বিশ্বকাপ শেষে আবারও ঢাকা সফরে আসবে তারা। সফরে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড দলের সাথে ঢাকা আসছেন না।

শুধু প্রধান কোচ নয়, বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে দলে সাথে আসছেন না টিম সাউদি, টম ল্যাথাম, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, ম্যাট হেনরিদের মতো শীর্ষ সারির খেলোয়াড়। সিরিজটি বিশ্বকাপের প্রস্তুতি ধরা হলেও দলের সিনিয়র এসব খেলোয়াড়দের বিশ্রামে রাখা হয়েছে।

নিউজিল্যান্ড দল : লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চ্যাড বোজ, উইল ইয়াং, টম ব্লান্ডেল, ডিন ফক্সক্রফট (নতুন মুখ), হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, অ্যাডাম মিল্‌নে, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।

এছাড়া ঘোষিত ১৫ সদস্যের দলে একজন নতুন মুখ রয়েছেন। সংযুক্ত আরব আমিরাত সফরে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া ব্যাটার ডিন ফক্সক্রফটকে এবার ওয়ানডে ফরম্যাটেও ডাকা হয়েছে।

বাংলাদেশ সফর শেষে দেশে না ফিরে বিশ্বকাপ খেলতে সরাসরি ভারতে যাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সেখানেই বিশ্বকাপ দলের বাকি সদস্যরা যুক্ত হবেন।

বিশ্বকাপের আগে ঢাকা সফরে দ্বিতীয় সারির দল পাঠানো নিয়ে কিউই বোর্ডের নতুন প্রধান নির্বাহী স্কট উইনিঙ্ক বলেছেন, এপ্রিল (২০২৪) পর্যন্ত আমাদের ঠাসা সূচিতে খেলতে হবে। এর মধ্যে বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র এবং পাকিস্তান সফরও আছে। বাংলাদেশ সফর বেশ চ্যালেঞ্জিং। ফলে বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া খেলোয়াড়রা পরবর্তী সিরিজগুলো জন্য গুরুত্বপূর্ণ হবে।


শেয়ার করুন :