২৫ বছরের রেকর্ড ভাঙলেন ‌‘অধিনায়ক’ শান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩
২৫ বছরের রেকর্ড ভাঙলেন ‌‘অধিনায়ক’ শান্ত

জাতীয় দলের ওয়ানডে ফরম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েই ২৫ বছরের রেকর্ড ভাঙলেন নাজমুল হাসান শান্ত। ১৯৯৮ সালে ওয়ানডে ক্রিকেটে অধিনায়কেত্বের অভিষিক্ত ম্যাচে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছিলেন আমিনুল ইসলাম। দীর্ঘ ২৫ পর সেই ভাঙলেন শান্ত।

মঙ্গলাবর (২৬ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন শান্ত। এক ম্যাচের জন্য অধিনায়কত্বের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি।

ব্যাট হাতে টপঅর্ডার ব্যাটাররা ব্যর্থ হলেও নিজের ধারাবাহিকতা ধরে রেখেছেন নাজমুল হাসান শান্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৪ বলে ৭৬ রানের ইনিংস খেলেন তিনি। এ ইনংসের পথে ২৫ বছর আগে আমিনুল ইসলামের গড়া রেকর্ড ভেঙে যায়। ৮৪ বলের এ ইনিংসের ১০টি চারের মার ছিল শান্তর।

১৯৯৮ সালে অধিনায়কত্বের অভিষেক ম্যাচে ব্যাট হাতে ৭০ রানের ইনিংস খেলেছিলেন আমিনুল ইসলাম। ভারতের বিপক্ষে ১২৬ বলে তার সেই ইনিংসটি এতো অধিনায়ক হিসেবে অধিনায়কের ব্যাট থেকে সর্বোচ্চ রানের ইনিংস ছিল।

আমিনুল ইসলাম এবং শান্ত ছাড়া বাংলাদেশের আরও দুই ক্যাপ্টেন রয়েছেন, যারা অধিনায়কত্বের অভিষেক ম্যাচে ব্যাট হাতে ফিফটি করেছিলেন। তারা হলেন হাবিবুল বাশার সুমন এবং সাকিব আল হাসান।

২০০৪ সালে হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে ব্যাট হাতে ৮০ বলে ৬১ রানের ইনিংস খেলেছিলেন বাবিবুল বাশার সুমন। এছাড়া ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক অধিনায়কত্বে ৬০ বলে ৫৪ রানের ইনিংস খেলেছিলেন সাকিব আল হাসান।



শেয়ার করুন :