চলমান টি-টোয়েন্টি সিরিজ শেষে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন সাইফ হাসান। ১৬ সদস্যের ইনজুরির কারণে খেলতে না পারা লিটন দাস ছাড়া আরও একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।
শুক্রবার (৩ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের সবগুলো ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।
ঘোষিত দলে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নেওয়া দল থেকে ১৬ সদস্যের দল থেকে দুটি পরিবর্তন আনা হয়েছে। সাইড স্ট্রেইন থেকে সেরে না ওঠায় বাদ পড়েছেন লিটন কুমার দাস। এছাড়া পারভেজ হোসেন ইমনকে বাদ দেওয়া হয়েছে।
তাদের দু’জনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন ডানহাতি সাইফ হাসান এবং নুরুল হাসান সোহান। সাম্প্রতিক টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফর্মেন্সের কারণে এবার প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেলেন ২৬ বছর বয়সী সাইফ।
সাইফ হাসানকে অন্তর্ভুক্ত করায় দলের ব্যাটিংয়ে টপ অর্ডার শক্তিশালী হবে বলে আশা করা করছে টিম মেনেজম্যান্ট।
বাংলাদেশ ওয়ানেড দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মো. নাইম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।
এশিয়া কাপ শেষে রশিদ-নবীদের বিপক্ষে আবুধাবিতে টি-টোয়েন্টি সিরিজ খেলার ওয়ানেড দলের বেশিভাগ ক্রিকেটার সেখানেই অবস্থান করছে। বাকিদের মধ্যে পাঁচজন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, তানভীর ইসলাম এবং নাহিদ রানা দলের সাথে যোগ দিতে আজ (শুক্রবার) রাতে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন।
এছাড়া বাঁহাতি ওপেনার মো. নাইম শেখ এখনও ভিসার ছাড়পত্র না পাওয়ায় যেতে পারছেন না। তার সাথে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে ডাকস পেলেও সৌম্য সরকারকেও এখনো ভিসার অনুমোদনের জন্য অপেক্ষো করতে হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ৮, ১১ এবং ১৪ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।
