বৃষ্টিতে আটকে আছে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০৯ মে ২০১৯
বৃষ্টিতে আটকে আছে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ

সকাল থেকে কয়ক দফায় বৃষ্টি হয়েছে। পরে বৃষ্টি নেই, কিন্তু টসের ঠিক আগ মুহূর্তে ফের বৃষ্টি। বৃষ্টির এই লুকোচুরি খেলার কারণে আটকে আছে বাংলাদেশ-আয়ারল্যান্ডের ম্যাচ।

বাংলাদেশ সময় ৩.৪৫ মিনিটে খেলা শুরু হওয়ার কথা থাকলেও শুরু হতে পারেনি ম্যাচ। এছাড়া টস করার সম্ভব হয়নি বৃষ্টির বাগড়ারয়।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ম্যালাহাইডে সকাল ১০টার দিকে আকাশ কিছুটা মেঘাছন্ন থাকলেও ১১ টার দিকে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। এরপর দুপুর ১২টার দিকে মেঘ কেটে গেলেও ১টা এবং ২টার দিকে টানা বর্ষণ হতে পারে।

সেক্ষেত্রে বৃষ্টিপাতের ওপর নির্ভর করে ম্যাচের পরিধি নির্ধারণ করবেন আম্পায়াররা। বৃষ্টি বেশি হলে ম্যাচের ওভার কমিয়ে আনার সিদ্ধান্ত নিতে পারেন তারা। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে দুপুর গড়িয়ে বিকাল হওয়ার পর ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠবে ম্যালাহাইডের আকাশ। বিকালের দিকে বৃষ্টির সম্ভাবনাও তেমন থাকছে না। যদিও সন্ধ্যা ৭টার দিকে আবারো ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

এই বৃষ্টির কারণে গতকাল অনুশীলন করে পারেনি বাংলাদেশ।

উল্লেখ্য, বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে শুরু হবে এই ম্যাচটি। এর আগে সফরকারী উইন্ডিজদের বিপক্ষে ১৯৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়ে সিরিজ শুরু করেছিল আইরিশরা। অপরদিকে বাংলাদেশ সর্বশেষ ম্যাচে ক্যারিবিয়ানদের হারিয়েছিল ৮ উইকেটে। সুতরাং আজকের ম্যাচে আত্মবিশ্বাসের দিক থেকে এগিয়ে থাকছে টাইগাররাই।


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে বৃষ্টির আশঙ্কা

একত্রিশে মুশফিক

একত্রিশে মুশফিক

বৃষ্টিতে অমিমাংসিত পাকিস্তান-ইংল্যান্ড প্রথম ওয়ানডে

বৃষ্টিতে অমিমাংসিত পাকিস্তান-ইংল্যান্ড প্রথম ওয়ানডে

কথা গোপন রাখতে চান সাকিব

কথা গোপন রাখতে চান সাকিব