অলআউট হওয়া অস্ট্রেলিয়া পাকিস্তানকেও অলআউট করে হারালো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০২ পিএম, ১২ জুন ২০১৯
অলআউট হওয়া অস্ট্রেলিয়া পাকিস্তানকেও অলআউট করে হারালো

ছবি : গেটি ইমেজ

বিশ্বকাপের ১৭তম ম্যাচে দারুণ এক উত্তেজনাকর ম্যাচ দেখলো ক্রিকেট ভক্তরা। প্রথমে ব্যাট করে ৩০৭ রানে অলআউট হওয়া অস্ট্রেলিয়া বল হাতে প্রতিপক্ষ পাকিস্তানকেও অলআউট করে ৪১ রানের জন তুলে নিয়েছে।

বুধবার (১২ জুন) টনটনে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। সেই মোতাবেক ব্যাট হাতে মাঠে নামে অস্ট্রেলিয়া।

ব্যাট করতে নেমে ওপেনার ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ দুর্দান্ত শুরু করেন। তবে ২৩তম ওভারের প্রথম বলে ওপেনার জুটি ভাঙেন আমির। ৮২ রান করা ফিঞ্চকে সাজঘরে ফেরান তিনি।

অ্যারন ফিঞ্চ ফেরার পর ব্যাট হাতে নামা স্মিথ অতটা সুবিধে করতে পারেনি। মোহাম্মদ হাফিজের বলে ১০ রানে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর ৩৪তম ওভারে শাহিন আফ্রিদির দুর্দান্ত পেসে বোল্ড হয়ে ২০ রানে সাজিঘরে ফেরেন ম্যাক্সওয়েল।

মিডল অর্ডারের দুই ব্যাটসম্যান সাজঘরে ফিরলেও ওপেনিংয়ে থিতু হয়ে ব্যাটিং করে বিশ্বকাপের এবারের আসরের নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন ডেভিড ওয়ার্নার। ১০২ বলে শতক পূর্ণ করা ১০৭ রানে শাহীন আফ্রিদির বলে আউট হন ওয়ার্নার।

ওয়ার্নার আউট হওয়ার পর আর কেউ তেমন রান করতে পারেননি। একের পর এক উইকেট পড়তে থাকে অস্ট্রেলিয়ার। শেষ সময়ে অ্যালেক্স ক্যারির ২০ রানে ভর করে ৩০৭ রানে তুলে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

পাকিস্তান পক্ষে বল হাতে অসাধারণ বোলিং করেন আমির। নিজের ১০ ওভার বল করে মাত্র ৩০ রান দিয়ে তুলে নেন অস্ট্রেলিয়ার ৫ উইকেট।

৩০৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তানও বেশ ভালোভাবেই শুরু করে। ওপেনার ফখর জামান ৩ বলে শূন্য রানে আউট হলেও আরেক ওপেনার ইমাম-উল-হক ব্যাট হাতে তুলে নেন অর্ধশতক রান।

ফখর জামান ছাড়াও বাবর আজম ৩০ ও মোহাম্মদ হাফিজ ৪৬ রান করেন। এছাড়া অধিনায়ক সরফরাজ আহম্মেদ ব্যাট হাতে ৪০ রানের অপরাজিত থাকলেও তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিলেন না। শেষ দিকে ওয়াব রাইজ ৩৯ বলে ৪৫ রানের ইনিংস খেললেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।

অস্ট্রেলিয়ার বোলিং তোপে ৪৫.৪ ওভারে ২৬৬ রানের গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ফলে ৪১ রানের চলমান বিশ্বকাপে নিজেদের তৃতীয় জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ম্যাচসেরা হয়েছে ব্যাট হাতে এ ম্যাচে সেঞ্চুরি হাঁকানো ডেভিড ওয়ার্নার।


শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ভারত

চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ভারত

অশ্লীল ভাষা ব্যবহারে জাম্পাকে সতর্ক বার্তা

অশ্লীল ভাষা ব্যবহারে জাম্পাকে সতর্ক বার্তা

স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে দিল পাকিস্তান

স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে দিল পাকিস্তান

হুঙ্কার দেওয়া পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজে ধরা

হুঙ্কার দেওয়া পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজে ধরা