শিরোপা জয়ে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৭ পিএম, ২২ নভেম্বর ২০১৯
শিরোপা জয়ে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

প্রথমবারের মত এসিসি ইমার্জিং কাপের শিরোপা জয়ের লক্ষ্য মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯টায়।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৯ উইকেটে, ভারতকে ৬ উইকেটে ও নেপালকে ৮ উইকেটে হারায় বাংলাদেশ। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠে শান্ত-সৌম্যরা।

ব্যাটসম্যান-বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে দারবিস রাসুলির সেঞ্চুরিতে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। রাসুলি ৭টি করে চার-ছক্কায় ১২৮ বলে ১১৪ রান করেন। বাংলাদেশের হাসান মাহমুদ ও সৌম্য সরকার ৩টি করে উইকেট নেন।

জয়ের জন্য ২২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬১ বল বাকি রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। সৌম্য সরকার ৬১, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫৯ ও আফিফ হোসেন অপরাজিত ৪৫ রান করেন। এখন দুর্দান্ত ফর্মে থেকে ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।

ব্যাট হাতে টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক বাংলাদেশের শান্ত। ৪ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরিতে ২৩৪ রান করেছেন স্বাগতিক অধিনায়ক। সেরা ফর্মে রয়েছেন সৌম্যও। ৪ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরিতে ২২৯ রান করেছেন সৌম্য। দু’জনই আগের ম্যাচগুলোতে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে কাছাকাছি গিয়ে আটকে গেছেন। শান্ত’র সর্বোচ্চ ব্যক্তিগত রান ৯৪ ও সৌম্যর অপরাজিত ৮৪ রানের ইনিংস ছিল।

বল হাতে বাংলাদেশের হয়ে আলো ছড়িয়েছেন ডান-হাতি পেসার সুমন খান । ৪ ইনিংসে ১১ উইকেট নিয়েছেন তিনি।

অন্যদিকে গ্রুপ পর্বে শতভাগ সাফল্য নিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে পাকিস্তানও। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৮ উইকেটে, শ্রীলঙ্কাকে ৯০ রানে ও ওমানকে ১৪৭ রানের বড় ব্যবধানে হারায় পাকিস্তান।

সেমিফাইনালে উত্তেজনাপূর্ণ ম্যাচে চিরপ্রতিন্দ্বন্দি ভারতকে ৩ রানে হারের লজ্জা দেয় পাকিস্তান। তাই ভারতকে হারানোর টাটকা স্বাদ নিয়ে ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান।


শেয়ার করুন :


আরও পড়ুন

আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সালমার নেতৃত্বে সাউথ এশিয়ান গেমসে যাচ্ছে বাংলাদেশ

সালমার নেতৃত্বে সাউথ এশিয়ান গেমসে যাচ্ছে বাংলাদেশ

গোলাপী বলের ক্রিকেট টেস্টের ভাবিষ্যৎ নয় : কোহলি

গোলাপী বলের ক্রিকেট টেস্টের ভাবিষ্যৎ নয় : কোহলি

ক্রীড়াবিদকে যৌন হয়রানির অভিযোগে টেনিস সম্পাদক বহিষ্কার

ক্রীড়াবিদকে যৌন হয়রানির অভিযোগে টেনিস সম্পাদক বহিষ্কার