শঙ্কা কাটিয়ে মাঠে ফেরার রহস্য জানালেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ২৪ নভেম্বর ২০১৮
শঙ্কা কাটিয়ে মাঠে ফেরার রহস্য জানালেন সাকিব

ফাইল ফটো

চট্টগ্রামে টেস্টে খেলারই কথা ছিল না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের। না খেলার শঙ্কার কথা নিজেও বলেছিলেন। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘সিরিজে প্রথম টেস্টে আমি খেলতে পারব কি-না, এখনও জানি না।’ তবে শেষ পর্যন্ত খেলেছেন সাকিব। শুধু খেলেননি, তার নেতৃত্বে জয়ও পেয়েছে বাংলাদেশ।

খেলা শেষে সংবাদ সম্মেলনে জানালেন শঙ্কা কাটিয়ে তার মাঠে ফেরার গল্প। জানান, চট্টগ্রামে টেস্টে খেলার জন্য তাকে সবচেয়ে বেশি উৎসাহী করেছেন দলের কোচ স্টিভ রোডস।

শনিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আলহামদুলিল্লাহ, ম্যাচটা ভালোভাবে খেলতে পেরেছি। খুবই কঠিন সিদ্বান্ত ছিল। খেলতে পারব কি পারব না -তা নিয়ে দ্বিধায় ছিলাম। ধন্যবাদ জানাতে হয় কোচকে। কারণ তিনিই ছিলেন একমাত্র ব্যক্তি, যিনি আমাকে খেলার জন্য উৎসাহ দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমি অনেকবার মনে করেছি, আমি পারব না। কিন্তু তিনি অনেক সহায়তা করেছেন খেলার জন্য। তবে আলহামদুলিল্লাহ, আমরা যারা ১১ জন খেলেছি এমনকী যারা বাইরে ছিল তারাও জেতার জন্য উদগ্রীব ছিল। আমাদের বিশ্বাস ছিল আমরা পারব। তাই সবার জন্যই জয় এসেছে। তবে এখন সামনের ম্যাচেও লক্ষ্য থাকবে আমাদের।’

অভিষেক ম্যাচ খেলতে নেমে চমক দেখিয়েছেন ১৭ বছর বয়সী ডান-হাতি অফ-স্পিনার নাঈম হাসান। নাঈমের প্রশংসাও করেছেন সাকিব, ‘সে প্রথম ইনিংসে দারুণ বল করেছে। তার আরও উইকেট নেয়ার সম্ভাবনা ছিল। যেটা সে দ্বিতীয় ইনিংসে পারেনি। কিন্তু সে অনেক কিছু শিখেছে এই ম্যাচে। সে আরও ম্যাচ খেললে আশা করি আরও অভিজ্ঞ হবে এবং অনেক কিছু শিখতে পারবে। কিন্তু আমি বলতে চাই পুরো জয়টাই দলগত পারফরম্যান্স ছিল।’

এ ছাড়া দলের অন্যান্যদের প্রশংসাও করেছেন সাকিব। তিনি বলেন, ‘প্রথম ইনিংসে মোমিনুলের পর তাইজুল ও নাঈমের ব্যাটিং আমাদের সাহায্য করেছে। ছোট ছোট পার্টনারশীপগুলোতে ২০-৩০ রান বেশ সাহায্য করেছে। ছোট লক্ষ্যের ম্যাচে এমন রানগুলোই বেশি গুরুত্বপূর্ণ হয়।’

এ ম্যাচে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে ২শ’ উইকেট নিয়েছেন সাকিব। পাশাপাশি ব্যাট হাতে আগেই ক্যারিয়ারে ৩ হাজার রান করেছেন তিনি। তাই দ্রুত ২শ’ উইকেট ও ৩ হাজার রান করার ক্ষেত্রে বিশ্বরেকর্ড গড়েছেন সাকিব।

বিশ্বরেকর্ড নিয়ে সাকিব বলেন, ‘আমি সব সময় মনে করি, আমি যখন খেলি দলের জন্যই খেলি। আমি যেভাবে পারি দলের জন্য কিছু করার সর্বোচ্চ চেষ্টা করি। আমার সৌভাগ্যই বলতে হবে, আমি এমন কিছু একটা করতে পেরেছি। আশা করি আরও কিছু করতে পারব।’


শেয়ার করুন :


আরও পড়ুন

স্পিনারদের দাপটে বাংলাদেশের  জয়

স্পিনারদের দাপটে বাংলাদেশের জয়

সাকিবের ২০০ উইকেটের মাইলফলক

সাকিবের ২০০ উইকেটের মাইলফলক

ঢাকা টেস্টে খেলতে পারবেন না গ্যাব্রিয়েল

ঢাকা টেস্টে খেলতে পারবেন না গ্যাব্রিয়েল

অভিষিক্ত নাঈম হাসানের বিশ্বরেকর্ড

অভিষিক্ত নাঈম হাসানের বিশ্বরেকর্ড