ধোনির ঘাড়ে নিশ্বাস ফেলছেন কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৭ পিএম, ২০ আগস্ট ২০১৯
ধোনির ঘাড়ে নিশ্বাস ফেলছেন কোহলি

বলা হয়ে থাকে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে ধোনির সেই খেতাবে ভাগ বসাতে যাচ্ছেন বিরাট কোহলি। তার প্রয়োজন আরেকটি মাত্র টেস্ট জয়। আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যান্টিগা টেস্টেই সেটি হয়ে যেতে পারে। বৃহস্পতিবার শুরু হচ্ছে এই ম্যাচ।

৪৬ ম্যাচে নেতৃত্ব দিয়ে কোহলি জিতেছেন ২৬ টেস্ট, আর ৬০ ম্যাচে ধোনির জয় ২৭টি।

২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরের মাঝেই ধোনি লঙ্গার ভার্সন থেকে সরে দাঁড়ালে অধিনায়কত্ব পান কোহলি। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে হারানোর কীর্তি গড়েন কোহলি। যদিও দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মাটিতে ২-১ ও ৪-১ এ হারের তিক্ত অভিজ্ঞতা আছে তার।

তবে এই কোহলির নেতৃত্বেই গত বছর প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জেতে ভারত। অধিনায়কত্বের পাশাপাশি দুর্দান্ত পারফর্মও করে গেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।


শেয়ার করুন :


আরও পড়ুন

এসেই মিরপুরে ঢু মারলেন ডোমিঙ্গো

এসেই মিরপুরে ঢু মারলেন ডোমিঙ্গো

টি-টোয়েন্টি সিরিজে কিউইদের নেতৃত্বে সাউদি

টি-টোয়েন্টি সিরিজে কিউইদের নেতৃত্বে সাউদি

মেসি ছাড়াই নামবে আর্জেন্টিনা

মেসি ছাড়াই নামবে আর্জেন্টিনা

ঢাকায় পৌঁছেছেন পেস বোলিং কোচ ল্যাঙ্গেভেল্ট

ঢাকায় পৌঁছেছেন পেস বোলিং কোচ ল্যাঙ্গেভেল্ট