সাইফ ছিটকে গেলেও শঙ্কামুক্ত নাঈম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৫ পিএম, ২০ নভেম্বর ২০১৯
সাইফ ছিটকে গেলেও শঙ্কামুক্ত নাঈম

আঙুলে ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ইডেন গার্ডেনে শুরু হওয়া দিবা-রাত্রির টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ দলের নতুন মুখ সাইফ হাসান। অন্যদিকে কলকাতার ম্যাচ খেলার ছাড়পত্র পেয়েছেন অনুশীলনে মাথায় আঘাত পাওয়া অফ-স্পিনার নাঈম হাসান।

ইন্দোরে ইনিংস ও ১৩০ রানে হারা টেস্টে ব্যাট হাতে বাংলাদেশের দুই ওপেনার মোহাম্মদ নাইম ও ইমরুল কায়েস ভালো করতে না পারায় কলকাতায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ভালো সম্ভাবনা ছিল সাইফের। দুই ইনিংসে দু’জন ১২ রান করে করেন।

ইমরুলের পরিবর্তে কলকাতায় গোলাপি টেস্টের একাদশে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন সাইফ। বয়সভিত্তিক ক্রিকেটে দুর্দান্ত ফর্মে ছিলেন সাইফ। তবে ইন্দোর টেস্টে দ্বাদশ ব্যক্তি হিসেবে ফিল্ডিং করতে নেমে আঙুলে ব্যাথা পান তিনি।

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘ওপেনার সাইফ প্রথম টেস্টে দ্বাদশ খেলোয়াড় হিসেবে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান। কিন্তু চোটটি এখনো পুরোপুরি সাড়েনি। মেডিকেল টিম জানিয়েছে, বিশ্রামে থাকলেও পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠবেন সাইফ। আঙুলের ইনজুরি থাকার কারণে দ্বিতীয় টেস্টের দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সাইফ।’

এদিকে সাইফ যখন দ্বিতীয় টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিলেন তখনই কলকাতার ম্যাচ খেলার ছাড়পত্র পেলেন গত বুধবার অনুশীলনে মাথায় বলের আঘাত পাওয়া অফ-স্পিনার নাঈম হাসান। মাথায় আঘাত পেলেও নাইমের মধ্যে কোন উত্তেজনা দেখা যায়নি, তাতে স্বাভাবিক মনে হয়েছে এবং পুনরায় তিনি অনুশীলন শুরু করেছেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

ঐতিহাসিক টেস্টে খেলা হচ্ছে না সাইফের

ঐতিহাসিক টেস্টে খেলা হচ্ছে না সাইফের

স্বর্ণ জয়ে আশাবাদী হাবিবুল বাশার

স্বর্ণ জয়ে আশাবাদী হাবিবুল বাশার

ইডেনের দিবা-রাত্রির টেস্ট বড় পরীক্ষা : সৌরভ গাঙ্গুলি

ইডেনের দিবা-রাত্রির টেস্ট বড় পরীক্ষা : সৌরভ গাঙ্গুলি

দিবা-রাত্রির টেস্টে স্পিনারদের পরামর্শ দিলেন ভেট্টোরি

দিবা-রাত্রির টেস্টে স্পিনারদের পরামর্শ দিলেন ভেট্টোরি