গোলাপী বলে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২২ নভেম্বর ২০১৯
গোলাপী বলে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

গোলাপী বলে ঐতিহাসিক টেস্ট ম্যাচে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম বারের মতো দিবা-রাত্রির টেস্ট ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে টপ অর্ডারের ছয়জনকেই হারিয়েছে দলীয় ৬০ রানে। এর মধ্যে ৩৮ রানেই ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (২২ নভেম্বর) ইডেন গার্ডেনসে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক। ব্যাট হাতে ভালো শুরু করতে পারে বাংলাদেশ।

ইনিংসের সপ্তম ওভারে ইশান্ত শর্মার বলে এলবির ফাঁদে পড়েন ইমরুল। এর আগে ক্যাচ আউটের কলে আউট হলেও রিভিউ নিয়ে বেঁচে যান। তবে তৃতীয় বলে রিভিউ নিয়েও আর বাঁচতে পারেননি। দলীয় ১৫ রানের মাথায় বিদায় নেন ইমরুল। ১৫ বলে নিজের নামের পাশে ৪ রান যোগ করেন তিনি। ইন্দোর টেস্টে করেছিলেন ৬, ৬।

কলকাতার টেস্টে অধিনায়ক মমিনুল হকও হতাশ করেছেন। ব্যাট হাতে তিন নম্বরে নামা মমিনুল ৭ বল মোকাবেলা করে শূন্য রানেই ফিরেন সাজঘরে। দলীয় ১৭ রানের মাথায় স্লিপে দাঁড়ানো রোহিত শর্মা নেওয়া দুর্দান্ত এক ক্যাচে রানের খাতা খোলার আগেই ফিরেন তিনি।

মমিনুল আউট হওয়ার এক বল পরেই মোহাম্মদ মিঠুনকে বোল্ড করেন উমেস যাদব। এরপর দলীয় ২৬ রানের মাথায় বিদায় নেন মুশফিকুর রহিম। মোহাম্মদ শামির বলে বোল্ড হওয়ার আগে কোনো রান পাননি মুশফিক।

দলীয় ২৬ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ব্যাট হাতে একমাত্র ভালো খেলতে থাকা ওপেনার সাদমান ইসলামও ফিরে যান সাজঘরে। দলীয় ৩৮ রানে উমেস যাদবের তৃতীয় শিকার হন সাদমান ইসলাম। ৫২ বল মোকাবেলা করে ৫ বাউন্ডারিতে ২৯ রান করেন সাদমান।

দলীয় ৩৮ রানে ৫ উইকেট হারানোর পর ব্যাট হাতে দলে র হাল ধরেন লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদ। দলের বিপর্যয়ে তারা ধীর গতিতে রান তোলার কাজ করেন। তবে সেটি বেশিক্ষণ টেকসই হয়নি।

দলীয় ৬০ রানে মাথায় ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। ২১ বল মোকাবেলা করে ৬ রান করা মাহমুদউল্লাহ রিয়াদ রোহিত শর্মার হাতে ক্যাচ বন্দি হন। ফলে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। ১৯.৪ ওভারেই ৬০ রানেই বাংলাদেশের ৬ ব্যাটসম্যান সাজঘরে ফিরেন।

বাংলাদেশ একাদশ
মমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, নাঈম হাসান, আবু জায়েদ, আল আমিন হোসেন, এবাদত হোসেন।

ভারত একাদশ
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, বরীন্দ্র জাদেজা, রিদ্ধিমান শাহা, রবীচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেস যাদব।


শেয়ার করুন :


আরও পড়ুন

দিবা-রাত্রির টেস্টে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন

দিবা-রাত্রির টেস্টে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন

দিবা-রাত্রির টেস্টে কেন গোলাপী বল

দিবা-রাত্রির টেস্টে কেন গোলাপী বল

ঐতিহাসিক ম্যাচে ভারতে বিপক্ষে বাংলাদেশের টস জয়

ঐতিহাসিক ম্যাচে ভারতে বিপক্ষে বাংলাদেশের টস জয়

গোলাপী বলের ক্রিকেট টেস্টের ভাবিষ্যৎ নয় : কোহলি

গোলাপী বলের ক্রিকেট টেস্টের ভাবিষ্যৎ নয় : কোহলি