সু-খবর পেল নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪২ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৯
সু-খবর পেল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে সু-খবর পেল নিউজিল্যান্ড। ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠেছেন পেসার ট্রেন্ট বোল্ট ও অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম।

সিরিজের প্রথম টেস্টেই খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বোল্ট ও গ্র্যান্ডহোমের। এখন দলের সাথেই অস্ট্রেলিয়া উড়ে যাবেন বোল্ট-গ্র্যান্ডহোম।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড একটি পোস্ট টুইট করে বোল্ট ও গ্র্যান্ডহোমের বর্তমান অবস্থা জানিয়েছে। টুইটারে এনজেডসি জানায়, ‘বোল্ট ও গ্র্যান্ডহোমের দারুণ অগ্রগতি দেখা গেছে। ইনজুরি কাটিয়ে উঠেছেন তারা। মাউন্ট মঙ্গানুইয়ে অনুশীলনে তাদের ফিটনেসের উন্নতি লক্ষ্য করা গেছে। তাই দলের সঙ্গে পার্থে যাবেন তারা।’

১২ ডিসেম্বর থেকে পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট। প্রথমটি দিবা-রাত্রির টেস্ট। গোলাপী বলের টেস্টে বোল্ট ও গ্র্যান্ডহোমকে পাওয়ার ব্যাপারে আশাবাদী নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড।

তিনি বলেন, ‘আমি জানি না আমার আত্মবিশ্বাসী হওয়া উচিত কি-না। আমি আশাবাদী তাদের যে অবস্থায় চাই, তারা সেখানেই আছে।’

বোল্ট সাইড স্ট্রেইন ও গ্র্যান্ডহোম অ্যাবডমিনাল টিয়ারের ইনজুরিতে পড়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। ফলে ড্র হওয়া ঐ টেস্টে বোল্টের পরিবর্তে ম্যাট হেনরি ও গ্র্যান্ডহোমের পরিববর্তে ড্যারি মিচেল খেলেছিলেন।

সদ্যই দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে নিউজিল্যান্ড। তবে অস্ট্রেলিয়ার মাটিতে চিন্তার ভাঁজ নিয়েই যাচ্ছে কিউইরা। কারণ, ১৯৯০ সালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে কখনও টেস্ট সিরিজ জিততে পারেনি নিউজিল্যান্ড। এ সময় ১২টি টেস্ট সিরিজের মধ্যে ৯টিতে জিতে অসিরা, বাকি ৩টি সিরিজ ড্র হয়েছে।

নিউজিল্যান্ড দল
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, হেনরি নিকোলস, জিত রাভাল, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর, নেইল ওয়াগনার ও বিজে ওয়াটলিং।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে হেরেও মন জয় করে অ্যাওয়ার্ড পেল নিউজিল্যান্ড

বিশ্বকাপে হেরেও মন জয় করে অ্যাওয়ার্ড পেল নিউজিল্যান্ড

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলো নিউজিল্যান্ড

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলো নিউজিল্যান্ড

ভারতের সাথে দিবা-রাত্রির টেস্ট খেলতে চায় অস্ট্রেলিয়া

ভারতের সাথে দিবা-রাত্রির টেস্ট খেলতে চায় অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া ক্রিকেটের নির্বাচক হলেন বেইলি

অস্ট্রেলিয়া ক্রিকেটের নির্বাচক হলেন বেইলি