গেইলের পর ম্যাককালাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২০ পিএম, ০৯ এপ্রিল ২০১৮
গেইলের পর ম্যাককালাম

ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইলের পর টি-টোয়েন্টি ক্রিকেটে আন্তর্জাতিক অঙ্গনের বাইরে ব্যাট হাতে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতকাল টি-টোয়েন্টি ক্রিকেটের চলতি আসরের তৃতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২৭ বলে ৪৩ রানের ইনিংস খেলে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৯ হাজার রান পূর্ণ করেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাককালাম।

কলকাতার বিপক্ষে খেলতে নামার আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাককালামের ক্যারিয়ার পরিসংখ্যান ছিল- ৩২৯ ম্যাচের ৩২৪ ইনিংসে ৮৯৯২ রান। তাই ৯ হাজার রানের কোটা স্পর্শ করতে ৮ রান প্রয়োজন ছিল ম্যাকের। ব্যাঙ্গালুরুর ইনিংসের শুরুতে ৮ রান তুলে নিয়ে ৯ হাজার ক্লাবে প্রবেশ করেন ম্যাককালাম।

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৯ হাজার পূর্ণ করেন গেইল। বর্তমানে এই ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক তিনি। ৩২৩ ম্যাচের ৩১৬ ইনিংসে ২০টি সেঞ্চুরি ও ৬৭টি হাফ-সেঞ্চুরিতে ৪০ দশমিক ৬৯ গড়ে ১১০৬৮ রান করেছেন গেইল।

৩৩০ ম্যাচের ৩২৫ ইনিংসে ৭টি সেঞ্চুরি ও ৪৭টি হাফ-সেঞ্চুরিতে ৩০ দশমিক ৯৪ গড়ে ৯০৩৫ রান নিয়ে গেইলের পরই আছেন ম্যাককালাম।


শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে প্রস্তুত ক্লার্ক

অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে প্রস্তুত ক্লার্ক

ব্যাঙ্গালুরুকে হারিয়ে কেকেআরের শুভ সূচনা

ব্যাঙ্গালুরুকে হারিয়ে কেকেআরের শুভ সূচনা

পাঞ্জাবের সঙ্গে পারলো না দিল্লি

পাঞ্জাবের সঙ্গে পারলো না দিল্লি

আইপিএলে ১৪ বলে ৫১ রানের রেকর্ড

আইপিএলে ১৪ বলে ৫১ রানের রেকর্ড