শ্বাসরুদ্ধকর শেষ ওভার, জিম্বাবুয়েকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৭ পিএম, ৩০ অক্টোবর ২০২২
শ্বাসরুদ্ধকর শেষ ওভার, জিম্বাবুয়েকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ

ওপেনার নাজমুল হাসান শান্তর ক্যারিয়ার সেরা ইনিংসের পর বল হাতে তাসকিন-মোস্তাফিজের ঝলক। দেড়শ রানের সংগ্রহের পর বোলিংয়ে দুর্দান্ত খেললো টাইগাররা। বিপরীতে ব্যাট হাতে শেন উইলিয়ামস প্রতিরোধ গড়ে তুললেও দলের জয় নিশ্চিত করতে পারেননি। শ্বাসরুদ্ধ শেষ ওভারে জয় তুলে নেয় বাংলাদেশ।

রোববার (৩০ অক্টোবর) বিসব্রেন টস জিতে প্রথমে ব্যাট করে নাজমুল হাসান শান্তর ৭১ রানের সুবাদে ১৫০ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪৬ রান করে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের বিপক্ষে এ জয়ে ৩ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্টি নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে উঠে গেল বাংলাদেশ। একই সাথে সেমি-ফাইনালের পথে বেশ ভালোভােবেই টিকে রইলো টাইগাররা।

জয় পেলেও উইকেটকিপার নুরুল হাসানের বোকামিতে জিম্বাবুয়ের বিপক্ষে হারতে বসেছিল বাংলাদেশ। মোসাদ্দেকের করা শেষ ওভারের শেষ বলে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ৫ রান। মোসাদ্দেকের করা ওই বলে রান আউট হনব্লেসিং মুজারাবানি। তবে রান আউট চেক করতে গিয়ে দেখা যায় উইকেটের সামনে গিয়ে স্ট্যাম্প ভেঙেছেন সোহান। ফলে নো বল ডাকেন আম্পায়ার।

‘রান আউট’ হওয়ায় সাকিব-শান্তরা জয়ের উল্লাস করলেও সোহানের বোকামিতে হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ। তবে ফ্রি হিটের শেষ বলে জিম্বাবুয়ে কোন রান নিতে না পারলে ৩ রানের জয় পায় বাংলাদেশ।

এর আগে ওপেনার নাজমুল হাসান শান্ত ৭১ রানের উপর ভর করে ১৫০ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। শান্ত ছাড়া লিঠন দাস ১৪, সাকিব ২৩ এবং শেষ দিকে আফিফ ২৯ রান করেন।

দলের স্কোর গড়তে ব্যাট হাতে শান্ত ক্যারিয়ার সেরা ৭১ রানের ইনিংস খেললেও ম্যাচ সেরা পুরস্কার উঠেছে তাসকিন আহমেদের হাতে। বল হাতে জিম্বাবুয়েকে আটকে দিতে অবদান রেখেছেন তিনি। ৪ ওভার বল করে এক মেডেনে ১৯ রান দিয়ে তাসকিন তুলে নিয়েছেন ৩টি উইকেট।

এছাড়া মোস্তাফিজে এবং মোসাদ্দেক ২টি করে উইকেট শিকার করেন।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

মাশরাফিকে টপকে গেলেন সাকিব

মাশরাফিকে টপকে গেলেন সাকিব

জিম্বাবুয়ের বিপক্ষে ছোট-ছোট মুহূর্তগুলো অস্ত্র হিসেবে দেখছেন শ্রীরাম

জিম্বাবুয়ের বিপক্ষে ছোট-ছোট মুহূর্তগুলো অস্ত্র হিসেবে দেখছেন শ্রীরাম

সৌম্য-শান্তর ওপেনিং জুটি নিয়ে সন্তুষ্ট শ্রীরাম

সৌম্য-শান্তর ওপেনিং জুটি নিয়ে সন্তুষ্ট শ্রীরাম

বড় ব্যবধানে হারেও হতাশ নন সাকিব

বড় ব্যবধানে হারেও হতাশ নন সাকিব