আফগানিস্তানের আবেদনে আইসিসির অনুমতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২২ পিএম, ৩১ অক্টোবর ২০২২
আফগানিস্তানের আবেদনে আইসিসির অনুমতি

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো পর্যন্ত জয়ের মুখ দেখেনি আফগানিস্তান। ইংল্যান্ডের সাথে হার এবং আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের সাথে বৃষ্টির কারনে পরিত্যাক্ত হওয়ায় সেমির আশা প্রায় শেষ আফগানদের। এরই মাঝে ওপেনার হযরতউল্লাহ জাজাইয়ের মাংশ পেশীতে গুরুত্বর টান লাগায় টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।

ওপেনার জাজাই এর পরিবর্তে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার ও আফগান দলের সাবেক অধিনায়ক গুলবাদিন নাইব। বাকি ম্যাচগুলোতে তাকে অন্তর্ভুক্ত করেছে আফগান ক্রিকেট দল।

এর আগে ইভেন্ট টেকনিক্যাল কমিটির কাছে খেলোয়াড় বদলির জন্য আবেদন করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এরপর ইভেন্ট টেকনিক্যাল কমিটি আবেদনটি গ্রহন করেন।

আফগানিস্তান দলের হয়ে গুলবাদিন নাইব টি-টোয়েন্টি ক্রিকেটে ৫২ টি ম্যাচ খেলেছেন। বিশ্বকাপে মূল দলে না থাকলেও স্ট্যান্ড বাই খেলোয়াড় হিসেবে দলের সাথেই অস্ট্রলিয়ায় ছিলেন তিনি।

স্পোর্টসমেইল২৪/আরআইএম


শেয়ার করুন :


আরও পড়ুন

নেট রান রেট নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়া

নেট রান রেট নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়া

বাংলাদেশের জয়ে মিরপুরে মাহমুদউল্লাহ রিয়াদের উল্লাস

বাংলাদেশের জয়ে মিরপুরে মাহমুদউল্লাহ রিয়াদের উল্লাস

আয়ারল্যান্ডকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো অস্ট্রেলিয়া

আয়ারল্যান্ডকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো অস্ট্রেলিয়া

দুবাই টি-টেন লিগের ষষ্ঠ আসর শুরু ২৩ নভেম্বর

দুবাই টি-টেন লিগের ষষ্ঠ আসর শুরু ২৩ নভেম্বর