অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ১৪ নভেম্বর ২০২২
অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

অস্ট্রেলিয়ার মাটিতে শেষ হলো অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ। রোববার (১৩ নভেম্বর) মেলবোর্নের আইকোনিক স্টেডিয়ামে ফাইনালের মঞ্চে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে নেয় ইংল্যান্ড।

বিশ্বকাপের মঞ্চে ব্যাটার-বোলার ও ফিল্ডাররা নিজেদের সেরা পারফরন্সেই প্রদর্শন করেছেন। এবারের আসরে ৪৫ ম্যাচে নানা পরিসংখ্যানের জন্ম দিয়েছেন ব্যাটার ও বোলাররা। এক নজরে দেওয়া যাক সেসব পরিসংখ্যানের দিকে।

আয়োজক: অস্ট্রেলিয়া
ম্যাচ- ৪৫টি
চ্যাম্পিয়ন : ইংল্যান্ড
রানার্স-আপ : পাকিস্তান
ফাইনাল সেরা : স্যাম কারান (ইংল্যান্ড)
টুর্নামেন্ট সেরা : স্যাম কারান (ইংল্যান্ড)
দলীয় সর্বোচ্চ রান (ইনিংসে) : দক্ষিণ আফ্রিকা ২০৫/৫, ২০ ওভার (প্রতিপক্ষ- বাংলাদেশ)

সর্বোচ্চ ব্যবধানে জয় (রান হিসেবে) : দক্ষিণ আফ্রিকা ১০৪ রানে জয়ী, প্রতিপক্ষ- বাংলাদেশ
সর্বোচ্চ ব্যবধানে জয় (উইকেট হিসেবে) : সেমি-ফাইনালে ইংল্যান্ড ১০ উইকেটে হারায় ভারতকে।

টুর্নামেন্টে সর্বোচ্চ রান : বিরাট কোহলি (ভারত) ৬ ইনিংসে ২৯৬ রান
ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস : রিলি রুশো (দক্ষিণ আফ্রিকা), ১০৯ রান, প্রতিপক্ষ- বাংলাদেশ।

সর্বোচ্চ ব্যাটিং গড় : বিরাট কোহলি (ভারত) ৯৮.৬৬
সবচেয়ে বেশি চার : সূর্যকুমার যাদব (ভারত) -২৬টি।
সবচেয়ে বেশি হাফ-সেঞ্চুরি- বিরাট কোহলি ৪টি।
সর্বোচ্চ উইকেট শিকারি : হাসারাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা) ৮ ইনিংসে ১৫ উইকেট।

সেরা ইকোনমি : নাসুম আহমেদ (বাংলাদেশ) গড়-৩.০০।
সবচেয়ে বেশি মেডেন : ভুবেনশ্বর কুমার (ভারত) ৩টি।
সবচেয়ে বেশি ডট বল : ফ্রেড ক্লাসেন -৯৩টি।
সেরা বোলিং ফিগার : স্যাম কারান (ইংল্যান্ড) ৫/১০ প্রতিপক্ষ- আফগানিস্তান।

সর্বোচ্চ জুটি : জশ বাটলার ও অ্যালেক্স হেলস (ইংল্যান্ড) ১৭০* রান, প্রতিপক্ষ- ভারত।
সেঞ্চুরি- ২টি, রিলি রুশো (দক্ষিণ আফ্রিকা), ১০৯ রান, প্রতিপক্ষ- বাংলাদেশ এবং গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড), ১০৪ রান, প্রতিপক্ষ - শ্রীলঙ্কা।

সর্বোচ্চ ছক্কা : সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) ১১টি
হ্যাটট্রিক- কার্তিক মেয়াপ্পন (সংযুক্ত আরব আমিরাত) প্রতিপক্ষ- শ্রীলঙ্কা এবং জশ লিটল (আয়ারল্যান্ড) বিপক্ষ- নিউজিল্যান্ড

সবচেয়ে বেশি ডিসমিসাল : জশ বাটলার (ইংল্যান্ড) এবং স্কট এডওয়াডর্স (নেদারল্যান্ডস) ৯টি ক্যাচ
ফিল্ডারের সবচেয়ে বেশি ক্যাচ : দাসুন শানাকা (শ্রীলঙ্কা), ৯টি ক্যাচ।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ড পেল ১৬ কোটি, বাংলাদেশ কত?

ইংল্যান্ড পেল ১৬ কোটি, বাংলাদেশ কত?

বিশ্বকাপে টানা দ্বিতীয়বার সর্বোচ্চ উইকেট শিকারি হাসারাঙ্গা

বিশ্বকাপে টানা দ্বিতীয়বার সর্বোচ্চ উইকেট শিকারি হাসারাঙ্গা

বিশ্বকাপে সর্বোচ্চ রান কোহলির

বিশ্বকাপে সর্বোচ্চ রান কোহলির

পরাজয়ের ম্যাচে কোহলির বিশ্ব রেকর্ড

পরাজয়ের ম্যাচে কোহলির বিশ্ব রেকর্ড