ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪২ পিএম, ১৭ মে ২০২৪
ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্বাগতিক যুক্তরাষ্ট্র ছাড়াও ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এছাড়া বিশ্বকাপ পর্বে যুক্ত হওয়ার আগে কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন টাইগার দল।

বৃহস্পতিবার (১৬ মে) ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের তালিকা প্রকাশ করেছে আইসিসি। তবে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান প্রস্তুতি ম্যাচ খেলছে না।

আইসিসি প্রকাশিত সূচি অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট দল ২৮ মে (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে ২৭ মে থেকে শুরু হবে প্রস্তুতি ম্যাচ পর্ব। ২৭ মে থেকে ১ জুন যুক্তরাষ্ট্র এবং ত্রিনিদাদ ও টোবাগোর দু’টি মাঠে মোট ১৬টি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এরপর সর্বশেষ দল হিসেবে ১ জুন ভারতের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে ভারত ক্রিকেট দল একটি মাত্রই প্রস্তুতি ম্যাচ খেলবে। একমাত্র প্রস্তুতি ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে থাকছে বাংলাদেশ।

প্রস্তুতি ম্যাচের প্রথম দিন অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। ২৮ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে খেলার মাঠেই ৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

বিশ্বকাপে অংশ নিতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ১৭ সদস্যের দল (১৫ সদস্যের মূল দলের সাথে ২জন রিজার্ভ রয়েছেন) ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ দল। বিশ্বকাপে অধিনায়ক শান্তর ডেপুটি হিসেবে রয়েছেন পেসার তাসকিন আহমেদ।

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের সূচি

২৭ মে
কানাডা-নেপাল, টেক্সাস
ওমান-পাপুয়া নিউগিনি, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
নামিবিয়া-উগান্ডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো

২৮ মে
শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস, ফ্লোরিডা
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র, টেক্সাস
অস্ট্রেলিয়া-নামিবিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো

২৯ মে
দক্ষিণ আফ্রিকা নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ, ফ্লোরিডা
আফগানিস্তান-ওমান, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো

৩০ মে
নেপাল-যুক্তরাষ্ট্র, টেক্সাস
স্কটল্যান্ড-উগান্ডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
নেদারল্যান্ডস-কানাডা, টেক্সাস
নামিবিয়া-পাপুয়া নিউ গিনি, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো

৩১ মে
শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড, ফ্লোরিডা
স্কটল্যান্ড-আফগানিস্তান, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো

১ জুন
বাংলাদেশ-ভারত, যুক্তরাষ্ট্র।



শেয়ার করুন :