মত পাল্টালো পাকিস্তান, এশিয়া কাপ হতে পারে বাংলাদেশেও

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০১ পিএম, ০৭ মার্চ ২০২০
মত পাল্টালো পাকিস্তান, এশিয়া কাপ হতে পারে বাংলাদেশেও

চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া কথা ছিল এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। তবে ভারতে দাবি ছিল পাকিস্তানে নয়, এশিয়া কাপ হোক নিরপেক্ষ কোন ভেন্যুতে। অবেশেষে ভারতের সেই প্রস্তাবে রাজি হয়েছে পাকিস্তান।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান এহসান মানি স্বীকার করেছেন, চলতি বছরের শেষ দিকে এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টটি নিরপেক্ষ কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। তবে সেটি বাংলাদেশ নাকি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে তা এখনো নিশ্চিত হয়নি।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলির এর আগে জানিয়েছিলেন, টুর্নামেন্টটি দুবাইতে অনুষ্ঠিত হবে। তবে ভেন্যুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এসিসিসির পরবর্তী বৈঠকে।

মূলত এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু নিরাপত্তার কারণে ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে না এবং টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে বলে আগেই জানিয়েছিলেন গাঙ্গুলি। তবে সে সময় দ্বিমত পোষণ করেছিলেন মানি। তবে শনিবার আগের অবস্থান থেকে পুরোপুরি ঘুড়ে দাঁড়ান মানি।

ইসলামাবাদে গণমাধ্যমকে মানি বলেন, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সহযোগী সদস্যদের স্বার্থের বিষয়টি আমাদের মনে রাখতে হবে। আমরা জেদ করতে পারি না এবং পাকিস্তান সফরে ভারত রাজি না হলে আমরা টুর্নামেন্ট আয়োজন করব না। বিকল্প হচ্ছে নিরপেক্ষ কোন ভেন্যু। তবে সেটা নির্ধারণ করবে এসিসি সদস্যরা।’

২০১৮ আসরের আয়োজব ছিল ভারত। কিন্তু পাকিস্তান দল ভারতে খেলতে রাজি না হওয়ায় টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল। সেপ্টম্বরে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে কি না- প্রশ্নের জবাবে মানি বলেন, এ মাসের শেষ দিকে এসিসিসির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত না কি বাংলাদেশে অনুষ্ঠিত হবে- এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।’

গত সপ্তাহে দুবাইতে এসিসির সভা হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে তা স্থগিত হয়ে যায়। তবে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় টুর্নামেন্টের ভেন্যুর বিষয়ে সিদ্ধান্ত নিতে এ মাসের শেষ দিকে এসিসিসির বৈঠক হওয়ার কথা রয়েছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তান বাংলাদেশ নয়, এশিয়া কাপ হবে দুবাইয়ে

পাকিস্তান বাংলাদেশ নয়, এশিয়া কাপ হবে দুবাইয়ে

২০২৩ এশিয়ান কাপ ফুটবল আয়োজনের স্বত্ত পেল চীন

২০২৩ এশিয়ান কাপ ফুটবল আয়োজনের স্বত্ত পেল চীন

এশিয়া কাপে ফিক্সিংয়ের অভিযোগ

এশিয়া কাপে ফিক্সিংয়ের অভিযোগ

এশিয়ান কাপের ব্যর্থতায় ভারতীয় কোচের পদত্যাগ

এশিয়ান কাপের ব্যর্থতায় ভারতীয় কোচের পদত্যাগ