ফিফার নিয়ম বদলে র‌্যাংকিংয়ে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫০ এএম, ১৭ এপ্রিল ২০২১
ফিফার নিয়ম বদলে র‌্যাংকিংয়ে বাংলাদেশের মেয়েরা

২০২০ সালের ১৮ ডিসেম্বর ঘোষিত ফিফা র‌্যাংকিংয়ে ছিল না বাংলাদেশের মেয়েরা। তবে চার মাস পর শুক্রবার (১৬ এপ্রিল) ফিফা ঘোষিত র‌্যাংকিংয়ে জায়গা পেয়েছে সাবিনারা। গত চার মাসে বাংলাদেশের মেয়েরা আন্তর্জাতিক কোন ম্যাচ না খেললেও ফিফার নিয়ম বদলের কারণে র‌্যাংকিংয়ে ফিরেছে বাংলাদেশ।

ফিফার ঘোষিত নতুন র‌্যাংকিংয়ে বাংলাদেশের মেয়েদের অবস্থান ১৩৭ নম্বরে। এর আগে ২০২০ সালের ১৪ আগস্ট ঘোষিত তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৩৪ নম্বরে।

গত চার মাসে আন্তর্জাতিক ম্যাচ না খেলেও র‌্যাংকিংয়ে জায়গা পাওয়ার বিষয়ে বাফুফের সদস্য ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, ‘আগে ফিফার নিয়ম ছিল কোন দেশ ১৮ মাস আন্তর্জাতিক ম্যাচ না খেললে র‌্যাংকিংয়ের বাইরে চলে যাবে। তবে ফিফা এখন নিয়ম পরিবর্তন করেছে। নতুন নিয়মে ১৮ মাসের পরিবর্তে ৪৮ মাস করা হযেছে।’

বাংলাদেশ নারী ফুটবল দল সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ২০১৯ সালের ২০ মার্চ, সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে। নেপালে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টের সেমিফাইনাল ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের নারী ফুটবল দল প্রথম অন্তর্ভূক্ত হয় ২০১১ সালের ১৮ মার্চ। তখন বাংলাদেশের অবস্থান ছিল ১১৭ নম্বরে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নারী ফুটবলারদের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের সাথে বাফুফের বৈঠক

নারী ফুটবলারদের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের সাথে বাফুফের বৈঠক

স্বপ্ন পূরণের প্ল্যাটফর্ম পেলেন সুমাইয়া

স্বপ্ন পূরণের প্ল্যাটফর্ম পেলেন সুমাইয়া

আত্মবিশ্বাসী সাইফ, মায়ের দেশে সুযোগের অপেক্ষা

আত্মবিশ্বাসী সাইফ, মায়ের দেশে সুযোগের অপেক্ষা

সমকামী বিয়ের পর এবার ক্রিকেটকে বিদায় বললেন কিমিন্স

সমকামী বিয়ের পর এবার ক্রিকেটকে বিদায় বললেন কিমিন্স