কোপা জিতে বিশ্বকাপ জয়ের আভাস দিলেন ডি মারিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৫ এএম, ১২ জুলাই ২০২১
কোপা জিতে বিশ্বকাপ জয়ের আভাস দিলেন ডি মারিয়া

সময়ের হিসেবে ২৮ বছর, যুগের হিসেবে দুই যুগেরও বেশি। দীর্ঘ সময় পর কোপা আমেরিকার শিরোপা নিজেদের করে নিলো আর্জেন্টিনা। স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপার জয়ের উল্লাসে মাতে মেসিরা। ফাইনালে ম্যাচে গোল না পেলেও গোল করে জয়ের নায়ক ছিলেন ডি মারিয়া। জয়ের এই নায়ক কোপা জয়ের পর এবার বিশ্বকাপ জয়ের আভাস দিলেন।

রবিবার (১১ জুলাই) ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা নিজেদের করে নেয় মেসিরা। ম্যাচের ২২ মিনিটে কাঙ্ক্ষিত এবং ম্যাচের একমাত্র গোলটি পেয়ে যায় আর্জেন্টিনা। রেনান লোদির ভুলে ডি মারিয়া এডারসনের উপর দিয়ে বল জালে জড়ালে এগিয়ে যায় আর্জেন্টিনা।

ম্যাচের নায়ক ডি মারিয়া ম্যাচ শেষে জানান, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের প্রবল সম্ভাবনা দেখছেন তিনি। তিনি বলেন, 'আমি আমার পরিবার সহ যারা আমাকে সমর্থন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানায়। শীঘ্রই একটি বিশ্বকাপ আসছে। এ ব্যাপারে আমি খুবই আশাবাদী।'

ডি মারিয়ার গোলেই ব্রাজিলকে হারিয়ে কোপার শিরোপা নিজেদের করে নেয় আর্জেন্টিনা। নিজের গোল প্রসঙ্গে ডি মারিয়া বলেন, 'আমাদের এই লক্ষ্যে পৌঁছাতে অনেক ত্যাগ করতে হয়েছে। ডি পল আমাকে খুব সুন্দর একটি পাস দিয়েছে। এর আগে নাইজেরিয়ার বিপক্ষেও আমি এভাবে গোল করেছিলাম।'

ডি মারিয়া আরও যোগ করেন, 'মেসি আমাকে ধন্যবাদ জানিয়েছে। আমিও তাকে ধন্যবাদ জানায়। তিনি আমাকে অনুপ্রাণিত করেছেন।'

গত আসরের তুলনায় ২৫ লাখ ডলার বাড়িয়ে এবারের কোপার চ্যাম্পিয়নদের দেয়া হবে ১ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ কোটি ৭৪ লাখ টাকারও বেশি। রানার্সআপরা পাবে ৫০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৪২ কোটি টাকার বেশি। এছাড়া কোপায় অংশ নেয়া প্রতি দলকে দেয়া হবে ৪০ লাখ ডলার, বাংলাদেশি টাকায় প্রায় প্রায় ৩৪ কোটি টাকা।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কোপা জয়ে কত টাকা পাবে ব্রাজিল-আর্জেন্টিনা

কোপা জয়ে কত টাকা পাবে ব্রাজিল-আর্জেন্টিনা

মাঠের খেলা মাঠে, বন্ধুত্ব সবসময়

মাঠের খেলা মাঠে, বন্ধুত্ব সবসময়

কোপার গোল্ডেন বুট-বল দুটোই  মেসির

কোপার গোল্ডেন বুট-বল দুটোই মেসির

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা