সিরি-এ’তে নিষিদ্ধ সবুজ জার্সি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৩ এএম, ১৭ জুলাই ২০২১
সিরি-এ’তে নিষিদ্ধ সবুজ জার্সি

ফুটবলে হাজারো রঙের জার্সির দেখা মেলে। তবে সেগুলো নিয়ে কখনও কোনো নিয়মের বেড়াজালে আবদ্ধ করা হয়নি। তবে ইতালিয়ান সিরি-এ কর্তৃপক্ষ এবার ভিন্ন একটি সিদ্ধান্ত নিয়েছে। ২০২২-২৩ মৌসুম থেকে সিরি-এ কোনো দলই সবুজ রঙের জার্সি পড়তে পারবে না বলে জানিয়েছে।

মূলত ঘাসের রঙের সাথে জার্সির রঙ মিলে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে সিরি-এ কর্তৃপক্ষ। শুধু জার্সি নয়, শর্টস এবং পায়ের মোজার রঙও সবুজ হতে পারবে না। ফুটবলের নতুন নিয়ম অনুযায়ী জার্সি, শর্টস এবং মোজার রঙ ভিন্ন রঙের হয়ে থাকে।

সবুজ রঙ ব্যবহার করা যাবে না এমন কোনো আইন ফুটবলে নেই। মূলত খেলা সম্প্রচার প্রতিষ্ঠানের অনুরোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাকগ্রাউন্ড এবং ফুটবলারদের জার্সির রঙ মিলে গেলে দর্শকদের জন্য বিরক্তির কারণ হয় বলে জানিয়েছে সম্প্রচার প্রতিষ্ঠান।

  • এ ধরনের চিন্তা-ভাবনা থেকে জার্সি বদলানোর পরামর্শ দিয়েছে। তবে ২০২১-২২ মৌসুমে আটলান্টা এবেং সাসওলার হোম কিট সবুজ হওয়ায় এ মৌসুম থেকেই এ পরিবর্তন হচ্ছে না। তাই ২০২২-২৩ মৌসুমে থেকে এ সিদ্ধান্ত কার্যকর করবে সিরি-এ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

যেভাবে ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে বার্সা-মেসি

যেভাবে ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে বার্সা-মেসি

পিএসজি-সিটির প্রস্তাব ‘মিথ্যা’, বার্সা-মেসির চুক্তিতে লা লিগার সতর্কতা

পিএসজি-সিটির প্রস্তাব ‘মিথ্যা’, বার্সা-মেসির চুক্তিতে লা লিগার সতর্কতা

জাতীয় দলের প্রাধান্য আগে : ক্রিস্টিয়ান রোমেরো

জাতীয় দলের প্রাধান্য আগে : ক্রিস্টিয়ান রোমেরো

আর্জেন্টিনার কোপা শিরোপা বাংলাদেশকে ‘উৎসর্গ’

আর্জেন্টিনার কোপা শিরোপা বাংলাদেশকে ‘উৎসর্গ’