শেষ মুহূর্তে আত্মঘাতী গোলে পিএসজির রক্ষা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০১ এএম, ০৭ এপ্রিল ২০১৮
শেষ মুহূর্তে আত্মঘাতী গোলে পিএসজির রক্ষা

লিগ ওয়ানে আগের টানা ৯ ম্যাচে জয়। শিরোপায় এক হাত দিয়ে রাখা পিএসজি এবার বড় লজ্জা থেকেই রক্ষা পেল। শেষ মুহূর্তে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে কোনোমতে রক্ষা পেয়েছে শিরোপা জয়ের কাছে পৌঁছে যাওয়া উনাই এমেরির দল।

শুক্রবার দিনগত রাতে খেলতে নামা ইচেনার বিপক্ষে প্রথমার্ধের আগেই ১০ জনে পরিণত হয় পিএসজি। শেষ দিকের আত্মঘাতি গোলে ১-১ ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা। ফলে এখনো পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে নেইমারের এ ক্লাব।

লিগ টেবিলের এক নম্বার দলের সঙ্গে ৯ নম্বার দলের লড়াই। এক তরফাই হওয়ার কথা ছিল। মাঠে দেখা গেল উল্টো চিত্র। বরং ইচেনই প্রথমে এগিয়ে গিয়েছিল। ভাগ্য সহায় থাকলে ম্যাচটি জিতেই মাঠ ছাড়তে পারতো তারা।

এদিকে ম্যাচটি জিতলে শিরোপা প্রায় নিশ্চিত হয়ে যেত পিএসজির। সেই চাপ থেকেই কিনা নিজেদের সামর্থ্য মাঠে দেখাতে পারেনি এমেরির দল। ম্যাচের ১৭তম মিনিটেই রেমি সাবেলার গোলে এগিয়ে যায় ইচেন। এরপর আরও কয়েকটি সুযোগ পেয়েছিল, তবে দুর্বল শটে সুযোগগুলো কাজে লাগাতে পারেননি।

পিছিয়ে থাকার মধ্যেই ৪৩তম মিনিটে সবচেয়ে বড় ধাক্কাটি খায় পিএসজি। তাদের ফরাসি ডিফেন্ডার কিমপেম্বে প্রতিপক্ষ খেলোয়াড়কে ডি বক্সের মধ্যে টেনে ধরায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে পেনাল্টি পেয়েও সেটা কাজে লাগাতে পারেনি ইচেন। পিএসজি গোলরক্ষক সেটা ঠেকিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে অবশ্য প্রথমার্ধের চেয়ে একটু লড়াকু দেখা যায় পিএসজিকে। এর মধ্যেই ম্যাচের ৭৪তম মিনিটে মরক্কোর ফরোয়ার্ড উসামা তান্নানের জোরালো একটি শট ক্রসবারে লাগলে বড় বাঁচা বেঁচে যায় তারা।

এরপর এডিনসন কাভানি কয়েকটি সুযোগ নষ্ট করলে ম্যাচটি ১-০ ব্যবধানেই হারতে বসেছিল পিএসজি। শেষ মুহূর্তে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এসে ডানদিক থেকে উড়ে আসা বলে এমবাপে মাথা ছুুঁয়াতে না পারলেও সেটা ঠেকাতে গিয়ে ভুল করে বসেন ইচেনের ডিফেন্ডার মাথিউ দেবুচি। তার পায়ে লেগে বল জড়িয়ে যায় জালে। আর হেরে যাওয়া থেকে বেঁচে যায় পিএসজি।


শেয়ার করুন :


আরও পড়ুন

টানা ৫ বছর গোলশূন্য মেসি

টানা ৫ বছর গোলশূন্য মেসি

বাংলাদেশের সাবিনার জোড়া গোলে সেমিতে সেথু এফসি

বাংলাদেশের সাবিনার জোড়া গোলে সেমিতে সেথু এফসি

বড় জয়ে সেমির পথে আর্সেনাল

বড় জয়ে সেমির পথে আর্সেনাল

ম্যানসিটিকে উড়িয়ে সেমির পথে লিভারপুল

ম্যানসিটিকে উড়িয়ে সেমির পথে লিভারপুল