ফুটবল ম্যাচে ঝগড়া : মিশর ও মরক্কোর বিরুদ্ধে সিএএফের নিষেধাজ্ঞা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৩ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২২
ফুটবল ম্যাচে ঝগড়া : মিশর ও মরক্কোর বিরুদ্ধে সিএএফের নিষেধাজ্ঞা

আফ্রিকান নেশনস কাপের (আফকন) কোয়ার্টার ফাইনালে ঝগড়ায় লিপ্ত হওয়ায় মিশর ও মরক্কোর কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। সেমি-ফাইনালে মিশর স্বাগতিক ক্যামেরুনের মোকাবেলা করার আগে শাস্তিমূলক এ ব্যবস্থা গ্রহণ করা হলো।

গত রোববারের (৩০ জানুয়ারি) ওই ম্যাচে মিশর ২-১ গোলে মরক্কোর বিপক্ষে জয়লাভ করে। তবে ওই সময় লকার রুমে ঝগড়ায় লিপ্ত হয় দুই দলের খেলোয়াড়রা। ওই বিবাদের জেরে ঘোষিত শাস্তিমূলক ব্যবস্থার কারণে ইয়াউন্ডের সেমি-ফাইনালে সাতবারের চ্যাম্পিয়নরা তাদের সহকারী কোচ রোজারিও ডি সা ও লেফট ব্যক মারওয়ান দাউদকে পাচ্ছে না। তাদের দু’জনের উপর ম্যাচ নিষেধাজ্ঞা জারি করেছে সিএএফ।

ঝগড়ার সূত্রপাত হয় মিশরিয়া সহকারী কোচ রজেরিও পাওলো ডস সান্তোস সিজার ডি সা এবং মরক্কোর ফুটবল এসোসিয়েশনের সভাপতি ফৌজি লেকজার মধ্যে বাকবিতান্ডার মধ্য দিয়ে। কায়রোর সিএএফ সদর দপ্তর থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হাতাহাতির পর মরক্কোর খেলোয়াড় সোফিয়ান বাউফল ও মিশরের খেলোয়াড় মারওয়ান মোস্তফা দাউদকে চিহ্নিত করা হয়েছে।’

হিংসাত্মক আচরণের জন্য দাউদকে এবং অশ্লিল অঙ্গভঙ্গি করার কারণে রোজারিও দে সা’কে নিষিদ্ধ করা হয়েছে। সিএএফ আরও জানায়, মরক্কোর খেলোয়াড় সুফিয়ান চাকলা ও সুফিয়ান বাউফলকেও নিষিদ্ধ করা হয়েছে হিংসাত্মক আচরণের কারণে। এর ফলে মার্চে (২০২২) কঙ্গো প্রজাতন্ত্রের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলতে পারবে না এ জুটি।

মরক্কো ফেডারেশনকে ১০ হাজার এবং মিশরিয় ফুটবল এসোসিয়েশনকে ২৫ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে সিএএফ। এছাড়া, নেশন্স কাপের মিডিয়া বিধিনিষেধ ভঙ করে সংবাদ সম্মেলনে মন্তব্য করায় মিশরের বিরুদ্ধে আরও এক লাখ মার্কিন ডলার জরিমানা করেছে কনফেডারেশন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ মুহূর্তের গোলে রিয়ালকে বিদায় করে সেমি-ফাইনালে বিলবাও

শেষ মুহূর্তের গোলে রিয়ালকে বিদায় করে সেমি-ফাইনালে বিলবাও

বিলবাওয়ের বিপক্ষে থাকছেন না বেনজেমা

বিলবাওয়ের বিপক্ষে থাকছেন না বেনজেমা

‘ধর্ষক’-কে দলে নিয়ে তোপের মুখে স্কটিশ ক্লাব

‘ধর্ষক’-কে দলে নিয়ে তোপের মুখে স্কটিশ ক্লাব

নিয়ম জটিলতায় আলভেসকেই বাদ দিলো বার্সেলোনা

নিয়ম জটিলতায় আলভেসকেই বাদ দিলো বার্সেলোনা