রিয়ালের ১৪তম শিরোপা, নায়ক কর্তোয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৪ এএম, ২৯ মে ২০২২
রিয়ালের ১৪তম শিরোপা, নায়ক কর্তোয়া

স্কোর লাইন সাক্ষ্য দিচ্ছে ২০২১-২২ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইংলিশ ক্লাব লিভারপুলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে ১৪তম শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেছেন ভিনিসিয়াস জুনিয়র। ইতিহাসেও তাই লেখা থাকবে। অথচ এই ম্যাচের নায়ক এক বেলজিয়ান গোলরক্ষক। সান্তিয়াগো বার্নাব্যুর ১৪তম ট্রফি জয়ের নায়কের নাম থিবো কর্তোয়া।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ লিভারপুলের সাড়াশি আক্রমণে বারবার ছত্রভঙ্গ হয়ে যাচ্ছিল রিয়ালের রক্ষণভাগ। তবে গোলপোস্টের নিচে ‘চীনের প্রাচীর’ হয়ে দাঁড়ালেন কর্তোয়া। কখনও ঝাঁপিয়ে পড়ে, কখনওবা পা দিয়ে, আবার কখনও হাত বাড়িয়ে রুখে দিলেন প্রতিপক্ষের একের পর এক আক্রমণ।

ম্যাচের দিকে দৃষ্টি ফেরালেই চোখে ধরা দিবে ম্যাচজুড়ে ঠিক কতোটা দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছেন এই বেলজিয়ান গোলরক্ষক। ম্যাচজুড়ে মোট ৯টি সেভ করেন রিয়ালের অতন্দ্র প্রহরী। এর মধ্যে রেকর্ডও গড়ে ফেলেছেন কর্তোয়া। বিগত ১৮ বছরের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে সবচেয়ে বেশি সেভ করার রেকর্ড এটি।

কর্তোয়ার সেভগুলোর দিকে তাকালে তার কট্টর সমালোচকের মুখ দিয়েও বিস্ময়সূচক শব্দ বের হবে। ম্যাচের প্রথমার্ধেই রিয়াল কম করে হলেও দুটি গোল খেতে পারতো। সেটি হয়নি কোর্তোয়ার কারণেই। ষোড়শ মোহামেদ সালাহ দুর্বল শট নিলেও লক্ষ্যে থাকা বল শেষ মুহূর্তে ঝাঁপিয়ে ফেরান কর্তোয়া।

ম্যাচের ২১তম মিনিটের মাথায় পাঁচ মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে সেনেগাল তারকা সাদিও মানের জোরালো নিচু শট যাচ্ছিলো তার গন্তব্যের দিকেই। কালক্ষেপণ না করে ঝাঁপিয়ে হাত ছুঁয়ে বলের দিক কিছুটা পরিবর্তন করে দেন কর্তোয়া। পোস্টে বাধা পাওয়ায় আরেকবার হতাশ হতে হয় অল রেডদের।

ম্যাচের সবচেয়ে দর্শনীয় সেভটি কর্তোয়া করেন ৬৪তম মিনিটে। ডি-বক্সের বাইরে ডান দিক থেকে বাঁ দিক দিয়ে ছুটে গিয়ে দূর পোস্ট লক্ষ্য করে আড়াআড়ি গিয়ে বাঁকানো শট নেন সালাহ। নিশ্চিত গোলের এমন শটো অসাধারণ নৈপুণ্যে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক। সালাহর চোখেমুখে তখন বিস্ময়!

মজার ব্যাপার হলো, রিয়ালের শিরোপা জয়ের নায়ক নিজেই একই দলের বিপক্ষে হেরেছিলেন ২০১৪ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। এর আগে ঐ একবারই চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছিলেন কর্তোয়া। অবশেষে ৮ বছর পর লিসবনের দুঃখ ঘোচালেন বেলজিয়ান গোলরক্ষক।

ফাইনালে এমন দুর্দান্ত পারফর্ম্যান্স করার কারণে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে তার হাতে। এদিক দিয়েও রেকর্ড গড়েছেন তিনি। দীর্ঘ ১৪ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যাচসেরার পুরস্কার পেলেন কোনো গোলরক্ষক। সবশেষ ২০০৮ সালে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক এডউইন ফন ডার সার।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

লিভারপুলকে হতাশ করে রিয়ালের রেকর্ড ১৪তম শিরোপা 

লিভারপুলকে হতাশ করে রিয়ালের রেকর্ড ১৪তম শিরোপা 

পিছিয়ে গেলো চ্যাম্পিয়নস লিগ ফাইনাল শুরুর সময়

পিছিয়ে গেলো চ্যাম্পিয়নস লিগ ফাইনাল শুরুর সময়

রিয়ালের অনুপ্রেরণা ২০১৪ ফাইনাল: আনচেলত্তি

রিয়ালের অনুপ্রেরণা ২০১৪ ফাইনাল: আনচেলত্তি

চ্যাম্পিয়নস লিগের পরই ভবিষ্যৎ সিদ্ধান্ত জানাবেন মার্সেলো

চ্যাম্পিয়নস লিগের পরই ভবিষ্যৎ সিদ্ধান্ত জানাবেন মার্সেলো