কোথাও যাওয়া হচ্ছে না রোনালদোর, আলোচনা শেষে ইউনাইটেড!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ২৭ জুলাই ২০২২
কোথাও যাওয়া হচ্ছে না রোনালদোর, আলোচনা শেষে ইউনাইটেড!

তবে কি রোনালদোর দলবদলের নাটকের শেষ হতে যাচ্ছে! কারণ, আলোচনা শেষে রোনালদোকে ম্যানচেস্টার ইউনাইটেড জানিয়ে দিয়েছে, তার কোথাও যাওয়া হচ্ছে না। 

প্রাক মৌসুমে ইউনাইটেডের অনুশীলন বা ম্যাচ কোথাও দেখা যায়নি রোনালদোকে। কারণ হিসেবে পারিবারিক সমস্যার কথা জানিয়েছিলেন। যদিও সবাই মোটামুটি জানতো ইউনাইটেডে থাকতে চান না বলেই, প্রাক-মৌসুমের ক্যাম্পে যোগ দেননি তিনি।

এদিকে একের পর এক ক্লাবে প্রস্তাব পাঠিয়েও খালি হাতে ফিরতে হচ্ছিল তাকে। কোনো ক্লাবই নিতে চাচ্ছিল না তাকে।

এর মধ্যেই এজেন্ট জর্জ মেন্ডিসকে নিয়ে হাজির হয়েছিলেন ওল্ড ট্রাফোর্ডে। উদ্দেশ্য, ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত আলোচনা করা। 

চুক্তি নবায়ন করলে রোনালদোকে ধারে ছাড়বে ম্যানইউ

রোনালদো যতই নতুন ঠিকানায় যেতে মরিয়া হয়ে উঠুক, ম্যানইউ প্রথম থেকেই বলে আসছিল তারা কিছুতেই ছাড়তে চায় না রোনালদোকে। রেড ভেডিলদের নতুন কোচ এরিক টেন হাগও রোনালদোকে দলে চাইছেন।

ম্যানইউ’য়ের অনুশীলন মাঠ ক্যারিংটনে স্থানীয় সময় সকাল ১০টায় ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন রোনালদো। যেখানে তাকে বোঝাতে ইউনাইটেড ডেকে নিয়ে এসেছিলেন বিখ্যাত কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনকে।

যার কথায় ২০২১ সালে দ্বিতীয় দফায় ওল্ড ট্রাফোর্ডে ফিরেছিলেন পর্তুগিজ সুপারস্টার। আলোচনায় উপস্থিত ছিলেন ইউনাইটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড আরনল্ডও। 

আলোচনা শেষে রোনালদোকে সরাসরি বলে দেওয়া হচ্ছে, তার কোথাও যাওয়া হচ্ছে না। ওল্ড ট্রাফোর্ডেই থাকতে হবে তাকে।

২০২৪ সাল পর্যন্ত রোনালদোকে ধরে রাখতে পারবে ম্যানইউ, দাবি এরিকের

আলোচনায় রোনালদো আদৌ সন্তষ্ট কিনা সেটা অবশ্য জানা যায়নি। এমনকি রোনালদো ফার্গুসনের কথায় সন্তষ্ট হয়ে নতুন ঠিকানা খোজার পরিবর্তে ওল্ড ট্রাফোর্ডে থাকবেন কিনা এমন বিষয়েও পরিষ্কার করে কিছু বলেনি কোনো পক্ষই।

২০২১ সালে দ্বিতীয় দফায় ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পর অভিষেক মৌসুমটা বেশ ভালোই কাটিয়েছেন। যদিও দল চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।

রোনালদোকে না কেনার জন্য আন্দোলনে অ্যাটলেটিকোর সমর্থকরা!

ফলে ইউরোপা লিগে খেলতে মোটেও রাজি নন রোনালদো। সে কারণেই চ্যাম্পিয়নস লিগ খেলে এমন ক্লাবেই যেতে চান তিনি। কিন্তু এখন পর্যন্ত কোনো ক্লাবই আগ্রহ দেখাচ্ছে না তার প্রতি। তাই হয়তো বাধ্য হয়ে ওল্ড ট্রাফোর্ডেই থেকে যেতে পারেন তিনি।

যদিও চুক্তি নবায়নের শর্তে ধারে রোনালদোকে ছাড়তে চেয়েছিল ইউনাইটেড। কিন্তু রোনালদো ধারে কোথাও যেতে রাজি নন। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

পুরোনো অধিনায়ক ম্যাগুয়েরের উপর ভরসা রাখছে ইউনাইটেড

পুরোনো অধিনায়ক ম্যাগুয়েরের উপর ভরসা রাখছে ইউনাইটেড

বোনাস নিয়ে ইউনাইটেড ছাড়তে চেয়েছেন রোনালদো

বোনাস নিয়ে ইউনাইটেড ছাড়তে চেয়েছেন রোনালদো

রোনালদোর প্রতি আগ্রহ দেখিয়ে মেসির রোষানলে পিএসজি

রোনালদোর প্রতি আগ্রহ দেখিয়ে মেসির রোষানলে পিএসজি

যার কথায় সাত নম্বর জার্সি পড়ে খেলেন রোনালদো

যার কথায় সাত নম্বর জার্সি পড়ে খেলেন রোনালদো