পিছিয়ে পড়েও মেসি-নেইমার-এমবাপের গোলে পিএসজির জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২২
পিছিয়ে পড়েও মেসি-নেইমার-এমবাপের গোলে পিএসজির জয়

চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে স্বাগতিক ইসরায়েলের ক্লাব মাকাবি হাইফার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় পেয়েছে প্যারিস জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও নেইমারের গোলে ৩-১ ব্যবধানে জয়ী হয়েছে পিএসজি।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাতে অনুষ্ঠিত এ ম্যাচের প্রথম দিকে জারোন চেরির গোলে হাইফা এগিয়ে গিয়ে বিস্ময় সৃষ্টি করেছিল। তবে বিরতির আগে মেসির গোলে সমতায় ফেরায় পিএসজি। এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা ১৮টি মৌসুমে গোল করার কৃতিত্ব দেখালেন এ আর্জেন্টাইন সুপারস্টার।

দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের উপর চেপে বসে পিএসজি। তারই ধারাবাহিকতায় একে একে এমবাপে ও নেইমারের গোলে সফরকারীদের জয় নিশ্চিত হয়।

ম্যাচ শেষে এমবাপে বলেন, “আমাদের আরও উন্নতি করতে হবে। এ জন্য পরিশ্রমের বিকল্প নেই। আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু সেটা আমাদের ফলাফলে প্রতিফলিত হতে হবে। কারণ আন্তর্জাতিক বিরতি ও বিশ্বকাপের পর সবকিছু দ্রুত পাল্টে যাবে। তখন নিজেদের মানিয়ে নেয়াটাও সহজ হবে না।”

দিনের আরেক ম্যাচে জুভেন্টাসকে ২-১ গোলে পরাজিত করেছে বেনফিকা। এ নিয়ে বেনফিকাও দুই ম্যাচে দুই জয় নিশ্চিত করলো। এইচ-গ্রুপে বেনফিকাকে গোল ব্যবধানে পিছনে ফেলে শীর্ষে অবস্থান করছে পিএসজি।

হাইফার সামি ওফার স্টেডিয়ামে শুরু থেকেই পিএসজির আগোছালো রক্ষণভাগে সুবিধা কাজে লাগাতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। কিন্তু লিগ ওয়ানের জায়ান্টরা যথারীতি আক্রমণভাগের তিন তারকার সুবাদে পরীক্ষায় উতরে গেছে।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

বায়ার্ন মিউনিখের কাছে ২-০ গোলে পরাস্ত বার্সেলোনা

বায়ার্ন মিউনিখের কাছে ২-০ গোলে পরাস্ত বার্সেলোনা

পর্যাপ্ত পুলিশ নেই, পিছিয়ে গেল চ্যাম্পিয়নস লিগের ম্যাচ

পর্যাপ্ত পুলিশ নেই, পিছিয়ে গেল চ্যাম্পিয়নস লিগের ম্যাচ

লেভানডোভস্কির হ্যাটট্রিক, চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার গোল উৎসব

লেভানডোভস্কির হ্যাটট্রিক, চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার গোল উৎসব

‘বেনজেমার চোট নিয়ে চিন্তার কিছু নেই, বিকল্প আছে’

‘বেনজেমার চোট নিয়ে চিন্তার কিছু নেই, বিকল্প আছে’