বার্সার গোল উৎসব, ইতিহাসের পাতায় কিশোর ইয়ামাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৭ এএম, ৩০ এপ্রিল ২০২৩
বার্সার গোল উৎসব, ইতিহাসের পাতায় কিশোর ইয়ামাল

লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনা যেন গোল উৎসবে মেতেছিল। রিয়াল বেতিসের বিপক্ষে জয় তুলে নিয়েছে ৪-০ ব্যবধানে। বার্সার এ জয়ের ম্যাচে শেষ দিকে মাঠে নেমে ইতিহাস রচনা করছেন লামিন ইয়ামাল।

শীর্ষে থেকে শিরোপা জয়ের দৌড়ে রিয়াল মাদ্রিদ থেকে এগিয়ে থাকলেও সর্বশেষ পাঁচ ম্যাচে দুই ড্র ও এক হারে অনেকটা শঙ্কা পড়েছিল বার্সেলোনা। তবে এই ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট ব্যবধান আরও বাড়িয়ে নিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

শেষ দিকে আসা এক আত্মগাতী গোল ছাড়া দলের পক্ষে বাকি তিনটি গোল আসে ম্যাচের প্রথমার্ধেই। বিরতির পর বেতিসের গিদো রদ্রিগেজের আত্মঘাতী গোলে ব্যবধান বেড়ে ৪-০ গোল শেষ হয় ম্যাচ।

ম্যাচের ৮৩তম মিনিটে মাঠে নেমে রেকর্ড গড়েন লামিন ইয়ামাল। গাভিকে তুলে ১৫ বছর ২৯০ দিন বয়সী মরক্কোন বংশোদ্ভুত স্প্যানিশ ফরোয়ার্ড লামিন ইয়ামালকে নামান জাভি। এর ফলে বার্সার হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেকের রেকর্ড গড়েন ইয়ামাল।

স্মরণীয় ও ইতিহাস গড়ার ম্যাচে প্রায় গোলও পেয়ে যাচ্ছিলেন তিনি। মাঠে নামার দুই মিনিট পর কাছের পোস্ট দিয়ে নিচু শট বেতিস গোলরক্ষক রুই সিলভা দারুণ দক্ষতায় ফিরিয়ে না দিলে আরেকটি ইতিহাসের মালিক হতে তিনি।

ট্রান্সফার মার্কেটের তালিকা অনুযায়ী, লামিন ইয়ামাল বার্সার ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড়। ১৯০৬ সালের ২৮ এপ্রিলে জন্ম নেওয়া আমান্দো মার্তিনেজ সাহি এ তালিকায় দ্বিতীয়। ১৯২২ সালের ২ এপ্রিল কোপা দেল রে’তে রিয়াল গিহনের বিপক্ষে ১৫ বছর ৩৩৯ দিন বয়সে বার্সার হয়ে সাহির অভিষেক হয়েছিল।


শেয়ার করুন :