বার্সেলোনার সাথে ১১ বছরের সম্পর্ক ইতি টানছেন আলবা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২৫ মে ২০২৩
বার্সেলোনার সাথে ১১ বছরের সম্পর্ক ইতি টানছেন আলবা

মৌসুমের শেষে বার্সেলোনার ছাড়ছেন জর্দি আলবা। এর মাধ্যমে বার্সেলোনার সাথে আলবার ১১ বছরের সম্পর্কের অবসান হতে যাচ্ছে। কাতালান ক্লাব এ তথ্য নিশ্চিত করেছে। বলা হয়, বার্সেলোনা ও আলবা সমঝোতার মাধ্যমে ২০২৩-২৪ মৌসুমের পর চুক্তি শেষ করছে।

বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘বার্সেলোনা ও আলবা ২০২৩-২৪ মৌসুমের পর চুক্তি শেষের সমঝোতায় পৌঁছেছে। পেশাদারীত্ব, প্রতিশ্রুতি ও নিষ্ঠার জন্য জোর্দি আলবার প্রতি বার্সেলোনা প্রকাশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। বার্সেলোনা পরিবারের সাথে সম্পৃক্ত সবকিছুর প্রতি তিনি সব সময় ইতিবাচক এবং উষ্ণ আচরণ দেখিয়েছেন।’

২০১২ সালে ভ্যালেন্সিয়া থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন আলবা। ক্লাবের হয়ে এখন পর্যন্ত ছয়টি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাসহ ১৯টি ট্রফি জয়ের কৃতিত্ব দেখিয়েছেন।

৩৪ বছর বয়সী অভিজ্ঞ এ স্প্যানিশ লেফট-ব্যাক এবারের মৌসুমে টিনএজার আলেহান্দ্রো বালডের কাছে তার পজিশন হারিয়েছেন। আলবার সাথে বার্সার বর্তমান চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি ছিল।

করোনা পরিস্থিতিতে আর্থিক টানাপোড়েনে বেশ বড় পরিমাণের অর্থ দিয়ে আলবা ক্লাবকে সহযোগিতা করেছিলেন বলে স্প্যানিশ গণমাধ্যমে রিপোর্ট হয়েছে। অধিনায়ক সার্জিও বাসুকয়েটসের পদাঙ্ক অনুসরণ করেন বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নিলেন এ স্প্যানিয়ার্ড।

এবারের গ্রীষ্মে বাসকুয়েটসও কাতালান ক্লাব ছেড়ে যাচ্ছেন। এ জুটি রোববার রিয়াল মায়োর্কার বিপক্ষে ক্যাম্ড ন্যুতে তাদের শেষ হোম ম্যাচ খেলবেন। বার্সেলোনার হয়ে সাড়ে চারশো’রও বেশি ম্যাচ খেলেছেন আলবা।

লেফট-ব্যাক পজিশনে থেকেও ২৭টি গোল করা ছাড়া ৯১টি অ্যাসিস্ট করেছেন তিনি। সম্প্রতি ওসাসুনার বিরুদ্ধে বার্সেলোনার ১-০ গোলের জয়ের ম্যাচটিতে একমাত্র গোলটি করেছিলেন আলবা। এ ম্যাচে জয়ী হয়ে লা লিগা শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল আলবা।

স্পেনের হয়ে ২০১২ ইউরো চ্যাম্পিয়নশীপ জয় করেছেন আলবা। ফাইনালে ইতালির বিপক্ষে ৪-০ গোলের জয়ের ম্যাচটিতে তিনি গোল করেছিলেন।

লুইস এনরিকের অধীনে ২০১৫ সালে আলবা ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময় কাটিয়েছেন। এ মৌসুমে বার্সেলোনাকে ট্রেবল জয়ে তিনি সহযোগিতা করেছিলেন।

এদিকে, বাসকুয়েটস ও লিওনেল মেসির মতো আলাবাকে নিয়ে সৌদি আরবের কয়েকটি ক্লাবের আগ্রহের গুঞ্জন রয়েছে। তবে বার্সা ছেড়ে কোথায় যাচ্ছেন তা এখনো নিশ্চিত জানা যায়নি।

টিনএজার হিসেবে আলবা বার্সেলোনার একাডেমিতে যোগ দিয়েছিলেন। এরপর করনেলা হয়ে ভ্যালেন্সিয়ায় যোগ দেন। এরপর ১৪ মিলিয়ন ইউরোতে আবারও ক্যাম্প ন্যুতে ফিরে এসেছিলেন।


শেয়ার করুন :