২০৩৪ বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশের সমর্থন পেল সৌদি আরব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ০৫ অক্টোবর ২০২৩
২০৩৪ বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশের সমর্থন পেল সৌদি আরব

২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজনে প্রার্থীতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটিকে বিশ্ব ফুটবলের পরাশক্তিতে পরিণত করার প্রচেষ্ঠায় এটি হচ্ছে তাদের সর্বশেষ পদক্ষেপ। ২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবকে পূর্ণ সমর্থন দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সৌদি আরব ফুটবল ফেডারেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “ফুটবলের প্রতি গভীর আবেগ থেকে অনুপ্রানীত হয়ে সৌদি আরব বিশ্বমানের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে চায়। এ কারণেই বিশ্বকাপ আয়োজনে এ প্রার্থীতা।”

প্রতিবেশি দেশ কাতার প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে বিশ্বকাপ আয়োজনের এক বছরের মাথায় টুর্নামেন্টটি আয়োজনের প্রার্থী হবার খবর দিল সৌদি আরব। কাতারের ওই টুর্নামেন্টের গ্রুপ পর্বে শিরোপা জয়ী আর্জেন্টিনাকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিল সৌদি আরব।

টুর্নামেন্টের পরপরই পর্তুগাল সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে লোভনীয় অর্থে সৌদি প্রো লিগে যুক্ত করে বিশ্বের শীর্ষ তেল রপ্তানীকারক দেশটি।

যুবরাজ (ক্রাউন প্রিন্স) মোহাম্মদ বিন সালমানের সংস্কারমূলক ভিশন ২০৩০ এর প্রধান এজেন্ডা হচ্ছে খেলাধুলা। যার লক্ষ্য সৌদি আরবকে জীবাশ্ম জ্বালানি থেকে দূরে সরিয়ে একটি পর্যটন ও ব্যবসার কেন্দ্রে পরিণত করা।

এদিকে, ২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবকে পূর্ণ সমর্থন দিয়েছে বাফুফে। ফেডারেশনের অফিসিয়াল স্যোশাল মিডিয়ার ফেসবুক পেজে বাফুফে বলেছে, ‍‘২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজনে প্রার্থীতা চেয়ে সৌদি আরব ফুটবল ফেডারেশনের বিডকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।”


শেয়ার করুন :