এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় এসেছে হংকং চায়না ফুটবল দল। নিজ দেশের খেলা মাঠে বসে সরাসরি দেখতে হংকং থেকে শতাধিক তরুণ-তরুণী বাংলাদেশে এসেছেন। নিজে দেশের ফুটবলারদের উৎসাহ দেওয়ার পাশাপাশি গ্যালারিতে গর্জন তোলার হুংকার দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও হংকং চায়নার মধ্যকার ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। ম্যাচ শুরুর অনেকই আগেই হাতে লাল টুকটুকে জার্সি পরে স্কার্ফ, দল এবং দেশ ও দলের পতাকা নিয়ে স্লোগান দিতে দিতে স্টেডিয়ামে প্রবেশ করেন তারা।
বাংলাদেশের বিপক্ষে মাঠে লড়াইয়ে এগিয়ে হংকং চায়না। দেশটির বিপক্ষে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ফুটবল দল। তবে একবারও জয় পায়নি বাংলাদেশ।
মাঠের লড়াইয়ে পিছিয়ে থাকা বাংলাদেশকে অনেকটা হুংকারই দিয়ে রাখলেন দেশটির সমর্থকরা। স্টেডিয়ামে প্রবেশের সময় বলেন, “আমরা হংকং সমর্থক, আমরা গ্যালারিতে গর্জন তুলতে এসেছি।”
গতকাল সংবাদ সম্মেলনে হামজাকে নিয়ে মজার ছলে কটাক্ষ করেছেন হংকং কোচ অ্যাশলি ওয়েস্টউড। বলেছিলেন, তার দলে হামজা থাকলে বেঞ্চ বসিয়ে রাখতে। কোচের এমন মন্তব্য অবশ্য মেন্টাল গেম হিসেবে দেখছেন দেশটির সমর্থকরা।
হংকং-এর এক সমর্থক বলেন, “কোচ তো মজা করবেই। এটা মেন্টাল গেম। হামজা ভালো খেলোয়াড়, ট্যাকল ভালো করে। শমিত শোম কোরিয়ার সন হিউং মিনের মতো।” পাশে দাঁড়ানো অন্য আরেকজন সমর্থক বলেন, “হামজা কেমন খেলে, সেটা মাঠে দেখে নেব।”
