এশিয়ান কাপ বাছাইপর্বে হংকং চায়নার বিপক্ষে হোম ম্যাচে শেষ মুহূর্তের গোলে ৪-৩ ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। নাটকীয় ম্যাচটিতে দারুণভাবে লড়াইয়ে ফিরেও শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হয়েছে স্বাগতিকদের। রাফায়েল মেরকিয়েসের ইনজুরি টাইমের হ্যাটট্রিক গোলে দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছেড়েছে হংকং।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে গোল হয়েছে পাঁচটি। এর আগে ১-১ গোলে সমতা নিয়ে বিরতিতে গিয়েছিল দু’দল।
ম্যাচের ইনজুরি টাইমে শমিত সোমের গোলে ৩-৩ গোলে সমতা ফিরিয়ে লড়াই জমিয়ে তুলেছিল বাংলাদেশ। তবে আবারও সেই শেষ মুহূর্তের গোল হজমে বাংলাদেশকে মাথা নত করেই মাঠ ছাড়তে হয়েছে।
ম্যাচের ১৩তম মিনিটে দুর্দান্ত ফ্রি-কিক থেকে হামজা বল জালে জড়ান (১-০)। হামজার জোড়লো শটটি প্রতিপক্ষ ডিফেন্ডারের মাথায় লাগলে হংকংয়ের গোলরক্ষক ইয়াপ হুয়াং লাফিয়ে উঠেও তা আটকাতে পারেননি। এই নিয়ে বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোল করলেন হামজা।
শুরুতেই এগিয়ে গিয়ে হংকংয়ের উপর চেপে বসা বাংলাদেশকে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। তবে সেই পুরনো অভ্যাসের যেন আবারও পুনরাবৃত্তি ঘটালো। বাংলাদেশের রক্ষনভাগের দুর্বলতার কারণে প্রথমার্ধের ইনজুরি টাইমের কর্নার থেকে গোল পেয়ে সমতা ফিরে হংকং।
দ্বিতীয়ার্ধের শুরুতেই হংকং লিড নেয়। ৫০তম মিনিটে সোহেল রানার ভুল পাস থেকে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপর ম্যাচের ৫৮তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।
মাঠে নামেন শমিত সোম, জামাল ভূঁইয়া এভং ফাহামিদুল ইসলাম। শক্তি বাড়ালেও ৭৪তম মিনিটে আবারও রক্ষণভাগের ভুলে মেরকিয়েস দলের হয়ে দ্বিতীয় গোল করেন (৩-১)। তবে পিছিয়ে পড়েও ধমে যায়নি বাংলাদেশ।
ম্যাচের ৮৪তম মিনিটে জামাল ভূঁইয়ার ফ্রি-কিক থেকে ফাহামিদুলের ভলি ঠিকমত ধরতে পারেননি প্রতিপক্ষ গোলরক্ষক। সেই সুযোগে মোরসালিন বল জালে জড়ান (৩-২)। তখনো হাল ছাড়েনি বাংলাদেশ। যোগ হওয়া সময়ে মোরসালিনের কর্নার থেকে শমিত সোমের হেডে সমতায় (৩-৩) ফিরে বাংলাদেশ।
পুরো স্টেডিয়াম যখন উল্লাসে মাতোয়ারা, ঠিক এই সময়ই মেরকিয়েসের হ্যাটট্রিক গোলে হংকংয়ের জয় নিশ্চিত হয় (৪-৩)। শেষ সময়ে আর খেলাও হয়নি, রেফারি শেষের বাঁশি বাজিয়ে দিলে হামজা চৌধুরীরা হতাশা নিয়ে মাঠেই বসে পড়েন।
হংকংয়ের বিপক্ষে এর আগের চার দেখায় বাংলাদেশ তিনবার হেরেছে, বাকি ম্যাচটি ম্যাচ ড্র হয়েছি। র্যাঙ্কিংয়েও দুই দলের মধ্যে এগিয়ে রয়েছে হংকংই। সর্বশেষ ফিফা র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৮৪তম। আর হংকং রয়েছে ১৪৬তম স্থানে।
এদিকে, এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে হংকং চায়না। ১ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান তলানিতে।
এশিয়ান কাপ বাছাইপর্বে দিনের আরেক ম্যাচে সিঙ্গাপুর ও ভারতের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে। সিঙ্গাপুর ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।
