ভবিষ্যতেও বায়ার্নে থাকার জন্যই প্রতিটি ম্যাচ খেলেন হামেস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৪ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯
ভবিষ্যতেও বায়ার্নে থাকার জন্যই প্রতিটি ম্যাচ খেলেন হামেস

ফাইল ছবি

বায়ার্ন মিউনিখ কোচ নিকো কোভাচ আশা করেন হামেস রদ্রিগেজ মৌসুমের বাকি সময়টা পারফরমেন্সের প্রতি আরো গুরুত্ব দিবেন। কারন ভবিষ্যতে বায়ার্নে থাকার আগ্রহ নিয়েই প্রতিটি ম্যাচ তিনি খেলে থাকেন বলেন কোভাচ বিশ্বাস করেন।

গত মৌসুমের শেষে রিয়াল মাদ্রিদ থেকে দুই বছরের ধারে বায়ার্নে যোগ দিয়েছিলেন হামেস। এই সময়ের মধ্যে হামেস নিজেকে প্রমান করলেও সেখানে ধারাবাহিকতার অভাব ছিল। হামেসকে নেবার প্রথম বছরে বায়ার্ন কর্মকর্তাদের পুরোপুরি আগ্রহ ছিল কিভাবে এই কলম্বিয়ান তারকাকে কাজে লাগানো যায়।

কিন্তু পারফরমেন্সের ঘাটতিতে ক্রমেই তাকে নিয়ে নতুন করে চিন্তা করতে শুরু করেছেন বেভারিয়ান্সরা। এবারের মৌসুমে মাত্র পাঁচটি ম্যাচে বুন্দেসলিগায় হামেস মূল একাদশে খেলেছেন। জার্মান লিগ মৌসুমের মর্ধ বিরতি শেষে শুক্রবার হফেনহেইমের বিপক্ষে এ্যাওয়ে ম্যাচ দিয়ে আবারো মাঠে ফিরছে যাচ্ছে বায়ার্ন। বিরতির পর নতুন করে নিজেকে আবারো ফিরিয়ে আনার জন্য হামেসের প্রতি অনুরোধ জানিয়েছেন কোভাচ।

এ সম্পর্কে বায়ার্ন কোচ বলেছেন, ‘এখন প্রতিযোগিতাটা অনেক বড়। কিন্তু এখানে সবারই প্রমানের সুযোগ আছে। এখানে চুক্তিকৃত সব খেলোয়াড়ই জানে কিভাবে দলে নিজেকে টিকিয়ে রাখতে হবে। সে ভাল খেলে, কিন্তু মাঝে মাঝে কিছু সমস্যা হয়।

তিনি আরো বলেন, হামেস এখানে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে খেলে। আমি তার কাছ থেকে আরো বেশী কিছু আশা করি। আমি জানি অতীতের থেকে সে আরো বেশী ভাল খেলতে চায়। একজন কোচ হিসেবে আমি শুধুমাত্র মাঠের পারফরমেন্স দিয়েই তাকে বিবেচনা করবো। এটা সকলের জন্য প্রযোজ্য।’


শেয়ার করুন :


আরও পড়ুন

ইউভেন্তুসকে শিরোপা জিতালেন রোনালদো

ইউভেন্তুসকে শিরোপা জিতালেন রোনালদো

দলবদলের গুঞ্জনে মূল একাদশের বাইরে হিগুয়েইন

দলবদলের গুঞ্জনে মূল একাদশের বাইরে হিগুয়েইন

বঙ্গমাতা আন্তর্জাতিক নারী ফুটবলের স্পন্সর 'কে-স্পোর্টস'

বঙ্গমাতা আন্তর্জাতিক নারী ফুটবলের স্পন্সর 'কে-স্পোর্টস'

এশিয়ান কাপের ব্যর্থতায় ভারতীয় কোচের পদত্যাগ

এশিয়ান কাপের ব্যর্থতায় ভারতীয় কোচের পদত্যাগ