শ্বাসরুদ্ধকর ম্যাচে শেফিল্ডের কাছে পয়েন্ট হারালো ম্যানইউ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২৫ নভেম্বর ২০১৯
শ্বাসরুদ্ধকর ম্যাচে শেফিল্ডের কাছে পয়েন্ট হারালো ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে পুরো মৌসুম জুড়ে হোঁচট খেয়ে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। শেফিল্ডের বিরুদ্ধেও হারের শঙ্কা দেখা দিয়েছিল। বরং শেষ মুহূর্তের গোলে ৩-৩-এ ড্র করে ম্যানইউকে জিততে দেয়নি শেফিল্ড। একই সঙ্গে তিনটি বড় দলের বিপক্ষে পয়েন্ট পেল এক দশক পর প্রিমিয়ার লিগে ওঠে আসা শেফিল্ড।

ম্যাচের ১৯ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে ম্যানইউ। শেফিল্ডের হয়ে দলকে এগিয়ে নিয়ে যান জন ফ্লেক। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে আবারও গোল হজম করে সুলশারের দল। লিস মুসেটের গোলে ব্যবধান বাড়ায় শেফিল্ড।

এরপর আরও কয়েকটি ভালো আক্রমণ করেছিল শেফিল্ড। তবে ব্যবধান বাড়াতে পারেনি তারা। এরপরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ম্যানইউ। সাত মিনিটের মধ্যে তিন গোল করে এগিয়ে যায় প্রতিযোগিতার সফলতম দলটি।

খেলার ৭২তম মিনিটে দলের ব্যবধান কমান ব্র্যান্ডন উইলিয়ামস। পাঁচ মিনিট পর মার্কাস র‌্যাশফোর্ডের গোলে সমতায় ফিরে ম্যানইউ। আর ৭৯তম মিনিটে বাঁ দিক দিয়ে দারুণ গোছালো এক আক্রমণে এগিয়ে যায় ম্যানইউ।

মার্কাশ র‌্যাশফোর্ডের দুর্দান্ত গোলে ৩ গোলে জয় প্রায় নিশ্চিত হয়ে যায় তাদের। তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে জটলার মধ্যে বল পেয়ে জালে পাঠিয়ে মূল্যবান ১ পয়েন্ট নিশ্চিত করেন শেফিল্ডের ফরোয়ার্ড ম্যাকবার্নি।

১৩ ম্যাচে চার জয় ও ছয় ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে শেফিল্ড। আর ১ পয়েন্ট কম নিয়ে নবম স্থানে রয়েছে ম্যানইউ।


শেয়ার করুন :


আরও পড়ুন

ঘরের মাঠে জয় ছিনিয়ে নিল ম্যান মিটি

ঘরের মাঠে জয় ছিনিয়ে নিল ম্যান মিটি

পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়লো বার্সেলোনা

পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়লো বার্সেলোনা

জুভেন্টাসের সাথে চুক্তি বাড়ালেন বনুচ্চি

জুভেন্টাসের সাথে চুক্তি বাড়ালেন বনুচ্চি

ইউরোর প্রস্তুতিতে ডেনামার্কের বিপক্ষে খেলবে ইংল্যান্ড

ইউরোর প্রস্তুতিতে ডেনামার্কের বিপক্ষে খেলবে ইংল্যান্ড