নাপোলিতে আটকে গিয়ে অপেক্ষা বাড়লো লিভারপুলের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০২ এএম, ২৮ নভেম্বর ২০১৯
নাপোলিতে আটকে গিয়ে অপেক্ষা বাড়লো লিভারপুলের

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইতালির ক্লাব নাপোলিকে আতিথ্য জানিয়েছিল ইংলিশ প্রিমিয়ারের জায়ান্ট লিভারপুল। তবে আতিথ্য জানানো নাপোলির বাধা অতিক্রম করতে পারেনি লিভারপুল। উল্টো ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

জিতলেই নক-আউট পর্বের টিকিট নিশ্চিত হতো লিভারপুলের। তবে সেটি আর হয়নি। ফলে শেষ ষোল নিশ্চিত করতে তাদের অপেক্ষা আরও বাড়লো।

নিজেদের মাঠে ম্যাচের ২১তম মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে স্বাগতিক লিভারপুল। ড্রিস মের্টেন্সের গোলে ১-০ তে লিড নেয় অতিথি নাপোলি। বিরতির আগে সেই গোল আর শোধ করতে পারেনি জার্গেন ক্লপের শিষ্যরা।

১ গোলা পিছিয়ে থেকেই বিরতির পর খেতে নামে লিভারপুল। ম্যাচের ৬৫ মিনিটের মাথায় দেইয়ান লোভরেনের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

ম্যাচের বাকি সময় দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেললেও আর কোনো গোল করতে পারেনি দুই দল। নাপোলি ড্রয়ে স্বস্তি থাকলে নক-আউটের অপেক্ষা বাড়লো লিভারপুলের।

‘ই’ গ্রুপে শীর্ষ থাকা ৫ ম্যাচে লিভারপুলের সংগ্রহ ১০ পয়েন্ট, ১ পয়েন্ট কম নিয়ে দুয়ে নাপোলি। আর স্লাজবুর্গের পয়েন্ট ৭ আর চারে থাকা জেঙ্কের পয়েন্ট ১।


শেয়ার করুন :


আরও পড়ুন

৭শ’তম ম্যাচে মেসির রেকর্ড, গ্রুপ চ্যাম্পিয়ন বার্সেলোনা

৭শ’তম ম্যাচে মেসির রেকর্ড, গ্রুপ চ্যাম্পিয়ন বার্সেলোনা

খেলছে না ভারত, শিরোপা জয়ের প্রত্যাশা বাংলাদেশের

খেলছে না ভারত, শিরোপা জয়ের প্রত্যাশা বাংলাদেশের

ঢাকায় আসতে ৩ মিলিয়ন ইউরো চায় ম্যানইউ

ঢাকায় আসতে ৩ মিলিয়ন ইউরো চায় ম্যানইউ

দিবালার অসাধারণ গোলে শীর্ষে জুভেন্টাস

দিবালার অসাধারণ গোলে শীর্ষে জুভেন্টাস