মেসির গোলে কোচ কিকে সেতিয়েনের জয়ে যাত্রা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৬ পিএম, ২০ জানুয়ারি ২০২০
মেসির গোলে কোচ কিকে সেতিয়েনের জয়ে যাত্রা

লিওনেল মেসির একমাত্র গোলে লা লিগায় গ্রানাডাকে ১-০ গোলে হারিয়েছে বার্সালোনা। রোববার রাতে ম্যাচের দ্বিতীয়ার্ধে জয়সূচক একমাত্র গোলটি করেন মেসি।

ম্যাচের স্কোরলাইনে গোলের ব্যবধানটা বেশি না হলেও নতুন কোচ কিকে সেতিয়েনের অধীনে বার্সালোনার শুরুটা দারুণই হলো। এর আগে গত সেপ্টেম্বরে লিগে প্রথম দেখায় গ্রানাডার মাঠে ২-০ গোলে হেরেছিল কাতালান ক্লাবটি।

বার্সেলোনা এগিয়ে যেতে পারতো ম্যাচের ৬ মিনিটেই। তবে অরক্ষিত আনসু ফাতির কোনাকুনি শট রুখে দেন গোলরক্ষক। ২১তম মিনিটে আরেকটি দারুণ সুযোগ পেলেও বলে পা লাগাতে পারেননি আনসু ফাতির। এরপর ম্যাচের প্রথমার্ধের ৪৫ তম মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করেন মেসি।

দ্বিতীয়ার্ধেও একইভাবে প্রতিপক্ষের রক্ষণে একচেটিয়া চাপ ধরে রাখে বার্সেলোনা। তবে আক্রমণাত্মক খেলার ধারার বিপরীতে ৬৬তম মিনিটে গোল খেতে বসেছিল তারা। ডি-বক্সের বাইরে থেকে ইয়ান এতেকির নিচু শট গোলরক্ষককে ফাঁকি দিলেও পোস্টে বাধা পায়।
sportsmail24
তিন মিনিট পর বড় ধাক্কা খায় গ্রানাডা। মেসিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্প্যানিশ ডিফেন্ডার সানচেজ। একজন কম নিয়ে প্রতিপক্ষকে আর আটকে রাখতে পারেনি।

দুর্দান্ত গোছালো আক্রমণে ৭৬তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। অঁতোয়ান গ্রিজমানকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন মেসি। গ্রিজমানের পাস পেয়ে ব্যাকহিল করেন আর্তুরো ভিদাল। প্রথম ছোঁয়ায় ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন মেসি।

এবারের লা লিগায় মেসির মোট গোল হলো সর্বোচ্চ ১৪টি। সব প্রতিযোগিতা মিলে মৌসুমে ১৭টি। অন্যদিকে ২০ ম্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট দাঁড়ালো ৪৩।


শেয়ার করুন :


আরও পড়ুন

ভালভার্দেকে সড়িয়ে সেতিয়েনকে বসালো বার্সেলোনা

ভালভার্দেকে সড়িয়ে সেতিয়েনকে বসালো বার্সেলোনা

পাঁচ মিনিটেই বার্সার সব শেষ, ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ

পাঁচ মিনিটেই বার্সার সব শেষ, ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ

এস্পানিওলের কাছে হোঁচট খেল বার্সেলোনা

এস্পানিওলের কাছে হোঁচট খেল বার্সেলোনা

২০২০ সালে যেসব রেকর্ড ভাঙতে পারেন মেসি

২০২০ সালে যেসব রেকর্ড ভাঙতে পারেন মেসি