পিএসজিকে ৩-১ গোলে হারালো রিয়াল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮
পিএসজিকে ৩-১ গোলে হারালো রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ সেই চেনা রূপেই। রোনালদোর জোড়া গোলে শেষ ষোলোর প্রথম লেগে পিএসজিকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে জিনেদিন জিদানের দল রিয়াল।

বুধবার রাতে এ খেলায় শুরু থেকেই চাপ সৃষ্টি করে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবেউয়ে এ জয়ে বর্তমান চ্যাম্পিয়নদের অন্য গোলটি করেন মার্সেলো। তবে আদ্রিওঁ রাবিওর গোলে ম্যাচে প্রথম এগিয়ে যায় পিএসজি। আর গোলশূন্য ছিলেন নেইমার।

খেলার ২৬তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে রোনালদোর ফ্রি-কিক ক্রসবারের উপর দিয়ে যায়। দুই মিনিট পর গ্রুপ পর্বের ছয় ম্যাচে ৯ গোল করা এ ফরোয়ার্ডকে বঞ্চিত করেন গোলরক্ষক। বল প্রতিহত হয় এগিয়ে আসা আরিওলার মুখে লেগে।

তবে ৩৩তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। বাঁ দিক থেকে ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের ক্রসে ব্যাকহিল করেছিলেন নেইমার। বল পেয়ে ডান পায়ের শটে জালে পাঠান ফরাসি মিডফিল্ডার আদ্রিওঁ রাবিও। রিয়ালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে যায় পিএসজি।

পাঁচ মিনিট পর আবারও ব্যবধান বাড়ানোর সুযোগ পায় পিএসজি। বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের পাস পেয়ে শট নিয়েছিলেন এদিনসন কাভানি, তবে তা কোনোমতে পা বাড়িয়ে ঠেকিয়ে দেন কাসেমিরো।

৪৩তম মিনিটে বেনজেমার জোড়ালো শট ঝাঁপিয়ে ঠেকান আরিওলা। তবে একটু পরই রোনালদোর পেনাল্টি ঠেকাতে পারেননি। আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসো ডি-বক্সে জার্মান মিডফিল্ডার ক্রুসকে কাঁধ ধরে ঠেকানোর চেষ্টা করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এরপর ৪৫তম মিনিটে নেওয়া স্পট কিকে ঠিক দিকেই ঝাঁপিয়েছিলেন আরিওলা। তবে বল ফেরাতে পারেননি। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের হয়ে শততম গোলটি পেয়ে যান রোনালদো।

এক দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে শততম গোলের মাইলফলক ছুঁতে পারেননি কোন খেলোয়াড়। আর এ নিয়ে এবারের মৌসুমে টুর্নামেন্টের সাতটি ম্যাচেই গোল পেলেন রোনালদো।

বিরতির পর ৮৩তম মিনিটে বুদ্ধিদীপ্ত ফিনিশিংয়ে রিয়ালকে এগিয়ে নেন রোনালদো। বদলি হিসেবে নামা মার্কো আসেনসিওর ক্রস গোলরক্ষক আরিওলা ফিরিয়েছিলেন, কাছে থাকা পর্তুগিজ ফরোয়ার্ড হাঁটু দিয়ে বল জালে পাঠিয়ে দেন। এবারের আসরে রোনালদোর গোল হলো সর্বোচ্চ ১১টি। ইউরোপের সেরা ক্লাবগুলোর এ প্রতিযোগিতায় সব মিলিয়ে সর্বোচ্চ ১১৬টি।


শেয়ার করুন :


আরও পড়ুন

অ্যাথলেটিকোর মাঠে কোপা ডেল রে ফাইনাল

অ্যাথলেটিকোর মাঠে কোপা ডেল রে ফাইনাল

বাসেলকে ৪-০ গোলে উড়িয়ে দিল ম্যান সিটি

বাসেলকে ৪-০ গোলে উড়িয়ে দিল ম্যান সিটি

চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা-রিয়াল ফেবারিট দল : লড্রুপ

চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা-রিয়াল ফেবারিট দল : লড্রুপ

ইনজুরির কারণে মাঠের বাইরে লাকাজেত্তে

ইনজুরির কারণে মাঠের বাইরে লাকাজেত্তে