বিশ্ব হকি র‌্যাংকিংয়ে চার নম্বরে ভারত, বাংলাদেশ কোথায়?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৪ এএম, ০৩ মার্চ ২০২০
বিশ্ব হকি র‌্যাংকিংয়ে চার নম্বরে ভারত, বাংলাদেশ কোথায়?

আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) বিশ্ব র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো চার নম্বরে উঠে এসেছে ভারতের পুরুষ হকি দল। ২০১৩ সাল থেকে হকির বিশ্ব র‌্যাংকিং শুরু হওয়ার পর ভারতের এটি সেরা র‌্যাংকিং। এদিকে অলিম্পিক চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে পেছনে ফেলে ভারত শীর্ষ চারে উঠে গেলেও বাংলাদেশের অবস্থান ৩৮তম স্থানে।

এফআইএইচ হকি প্রো লিগের দ্বিতীয় এডিশনে দুর্দান্ত পারফর্ম করেছে ভারত। টুর্নামেন্টের প্রথম তিন রাউন্ডেই ভারতের পারফরম্যান্স ছিল নজরকাড়া। মূলত এর সুবাদে আর্জেন্টিনাকে পিছনে ফেলে চারে উঠে গেছে ভারত।

১ জানুয়ারি সর্বশেষ তথ্যানুযায়ী এ র‌্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ)।
sportsmail24

এফআইএইচের অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী, হকির বিশ্ব র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে রয়েছে বেলজিয়াম, দেশটির রেটিং পয়েন্ট ২৪৮১.৩৪। এছাড়া ২৩৯৩.৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে থাকা নেদারল্যান্ডের রেটিং পয়েন্ট ২২৩৭.৬১।

পাঁচ, ছয় ও সাতে থাকা আর্জেন্টিনা, জার্মানি ও ইংল্যান্ডের পয়েন্ট যথাক্রমে ১৯৬৪.৬৭, ১৯২৬.৬২ ও ১৭৮০.৯৫। এছাড়া নিজেদের শেষ তিন ম্যাচের মধ্যে দু’টিতে জিতে তালিকায় আট নম্বরে উঠে এসেছে নিউজিল্যান্ড, পয়েন্ট ১৫৮০.৫৩। এরপর ৯ নস্বরে রয়েছে স্পেন, তাদের পয়েন্ট ১৫৫৯.৯৬। আর ১৪১৭.৩৭ পয়েন্ট নিয়ে তালিকার দশ নম্বরে রয়েছে কানাডা।
sportsmail24
বন্ধ রয়েছে বাংলাদেশ হকি ফেডারেশনের ওয়েবসাইট

বিশ্ব হকি র‌্যাকিংয়ে ৩৮ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৩১৭।

এদিকে এ বিষয়ে কথা বাংলাদেশ হকি ফেডারেশনের টেলিফোন নস্বরে (02-9557961) চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। এমনকি বাংলাদেশ হকি ফেডারেশনের ওয়েবসাইটটিও ওপেন হচ্ছে না। ওয়েবসাইটের ঠিকানায় (www.bdhockey.org) গেলে বলা হচ্ছে ‘অ্যাকাউন্ট সাসপেন্ড’!


শেয়ার করুন :


আরও পড়ুন

জুনিয়র এশিয়া হকি কাপে খেলবে দশ দেশ

জুনিয়র এশিয়া হকি কাপে খেলবে দশ দেশ

নারী হকিতে বাংলাদেশের প্রথম জয়

নারী হকিতে বাংলাদেশের প্রথম জয়

বাংলাদেশের হকিতে নতুন দিগন্তের সূচনা

বাংলাদেশের হকিতে নতুন দিগন্তের সূচনা

প্রাথমিক লক্ষ্য পূরণ করলো বাংলাদেশ হকি

প্রাথমিক লক্ষ্য পূরণ করলো বাংলাদেশ হকি