বেঙ্গল টাইগার্সের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৬ এএম, ২২ অক্টোবর ২০২০
বেঙ্গল টাইগার্সের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

খেলার মাঠে উপস্থিত থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে প্রতিষ্ঠিত হয়েছিল দেশের প্রথম ফ্যান ক্লাব ‘বেঙ্গল টাইগার্স’। ২০০৩ সালের ২০ অক্টোবর ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরকালে যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক এ ক্লাবটি।

স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থন দিতে দেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন ভেন্যুতেও ছুটে গেছে সমর্থকদের এ ক্লাবের প্রতিনিধিরা। শুধু খেলার মাঠে ক্রিকেট দলকে সমর্থনেই সীমাবদ্ধ থাকেনি বেঙ্গল টাইগার্স। ক্রিকেটের নানামুখী কর্মকাণ্ডেও বেঙ্গল টাইগার্স ভূমিকা রেখেছে।

বর্ষসেরা ক্রিকেটার প্রবর্তন করে সেরা ক্রিকেটারকে পুরস্কৃত করেছে বেঙ্গল টাইগার্স। বাংলাদেশের ক্রিকেটের সারা বছরের কর্মকাণ্ড প্রচারে ২০০৮ সালে ক্রিকেট ইয়ার বুক করেছে প্রকাশ করেছে। এছাড়া ২০০৮ সালে নিউজিল্যান্ডের ডানেডিনে বাংলাদেশের ৫০তম টেস্ট এবং ২০১৭ সালে কলোম্বোর পি. সারা ওভালে বাংলাদেশের শততম টেস্ট ভেন্যুতে বসে অধিনায়কের হাতে বিশেষ স্মারক তুলে দিয়ে উদযাপন করেছে বেঙ্গল টাইগার্স। বাংলাদেশের ক্রিকেটে বিশেষ মাইলস্টোনের জন্যও গর্বিত ক্রিকেটারকে সম্মাননা দিয়েছে বেঙ্গল টাইগার্স।
sportsmail24
ক্রিকেটার, আম্পায়ার স্কোরারদের আর্থিক সহায়তা ছাড়াও মানবিক কর্মকাণ্ডেও এগিয়ে এসেছে বেঙ্গল টাইগার্স। জাতীয় দলের ক্রিকেটারদের সম্পৃক্ত করে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে। করোনাকালে দুস্তদের খাদ্য সহায়তা দিয়েছে বেঙ্গল টাইগার্স।

বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম ফ্যান ক্লাব বেঙ্গল টাইগার্স বুধবার (২১ অক্টোবর) উদযাপন করে ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। করোনা ভাইরাসের সংক্রমন ঝুঁকির কারণে বড় পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন থেকে বিরত থেকেছে সংগঠনটি।
sportsmail24
সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সাব্বির আহমেদ রুবেলের উদ্যোগে বুধবার (২১ অক্টোবর) শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রেস বক্সে সিনিয়র ক্রীড়া সাংবাদিক এবং বাংলাদেশের ক্রিকেট বিবর্তনের স্বাক্ষী আরিফুর রহমান বাবু হাত দিয়ে কেক কেটে বেঙ্গল টাইগার্স প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

বেঙ্গল টাইগার্সের কনভেনর গোলাম ফারুক ফটিক, সদস্য আসাদুজ্জামান শাহীন, শামীম চৌধুরী, অনিমেষ দাসসহ মিরপুরের প্রেস বক্সে প্রায় অর্ধশতাধিক ক্রীড়া সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্পোর্টসমেইল২৪.কমের সম্পাদক ও প্রকাশ রোকুনুজ্জামান সেলিম এ সময় উপস্থিত ছিলেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ডিআরইউ মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন জাগো নিউজ

ডিআরইউ মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন জাগো নিউজ

সানজিদার সাথে স্ট্যাম্পগুলোও সেজেছিল হলুদ সাজে

সানজিদার সাথে স্ট্যাম্পগুলোও সেজেছিল হলুদ সাজে

মদ বিক্রি করে সংসার চালাচ্ছেন স্বর্ণজয়ী ক্যারাটে

মদ বিক্রি করে সংসার চালাচ্ছেন স্বর্ণজয়ী ক্যারাটে

মিরপুর ক্রিকেটার্সের জার্সি উন্মোচন

মিরপুর ক্রিকেটার্সের জার্সি উন্মোচন