ইসরাইলী প্রতিপক্ষকে বয়কট করা নুরিন দেশে ফিরে ভালোবাসায় সিক্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২০ এএম, ০১ আগস্ট ২০২১
ইসরাইলী প্রতিপক্ষকে বয়কট করা নুরিন দেশে ফিরে ভালোবাসায় সিক্ত

গত ২৩ জুলাই টোকিও অলিম্পিকের আসরে মুসলিম ভাতৃত্ববোধের অনন্য নজির স্থাপন করেন আলজেরিয়ান জুডোকা ফেথি নুরিন। ফিলিস্তিনের প্রতি নিজের স্পষ্ট সমর্থনের কথা জানিয়ে, জুডো ইভেন্টে ইসরায়েলের প্রতিপক্ষকে বয়কট করেছিলেন তিনি। শুধু এবার নয়, এর আগেও এমন কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। তার দেখাদেখি ইসরায়েলের তোহারের বুটবুলের বিপক্ষে খেলেননি সুদানের জুডোকা মোহাম্মদ আব্দুল রাসুলও।

এমন সিদ্ধান্ত নিয়ে অলিম্পিক থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়ে দেশ আলজেরিয়ায় ফেরার পর দেশবাসীর ভালোবাসায় সিক্ত হচ্ছেন নুরিন। শুধু যে দেশের সাধারণ জনগণ তা নয়, দেশের প্রেসিডেন্টও শুভেচ্ছা জানান নুরিনকে। যেখানে যাচ্ছেন সেখানেই পাচ্ছেন বীরের সম্মাননা।

জুডোতে ৭৩ কেজি শ্রেণিতে প্রথম রাউন্ডে জিতলে, দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ হিসেবে আসতো ইসরায়েলের তোহার বুটবুলের নাম। ইসরায়েলের প্রতিপক্ষ দেখেই না খেলার সিদ্ধান্ত নেন নুরিন। নির্যাতিত ফিলিস্তিনের প্রতি তার এ সমর্থন প্রশংসা কুড়িয়েছে সকলের।

নিজ দেশে ফিরে নুরিন বলেন, 'যখন দেখলাম ঐ জিওনিস্ট রাজ্যের খেলোয়াড়ের সঙ্গে ড্রতে আমাকে একই সঙ্গে রাখা হয়েছে, অবাক হয়ে গিয়েছিলাম। এমন কিছুর আশা আমি করিনি। এটা দেখার পর না খেলার সিদ্ধান্ত নিতে আমাকে দ্বিতীয়বার ভাবতে হয়নি।'
sportsmail24
ইসরায়েলি প্রতিপক্ষকে বয়কট করায় আন্তর্জাতিক জুডো ফেডারেশনের সাময়িক নিষেধাজ্ঞায় পড়েছেন ফেথি নুরিন ও তার কোচ। তবে এতে তিনি হতাশ নন। বরং নিজের নেয়া সিদ্ধান্তই সঠিক ছিল বলে মনে করেন তিনি।

নুরিন আরও বলেন, 'কোচের সঙ্গে মিলেই আমি সিদ্ধান্তটা নিয়েছি। এই সিদ্ধান্ত নিয়ে গর্ব হয় আমার। এটি আমাকে, আমার পরিবারকে, আলজেরিয়ার মানুষ আর আলজেরিয়া পুরো দেশটাকে সম্মান এনে দিয়েছে।'

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিকে সোনা জেতা হলো না জকোভিচের

অলিম্পিকে সোনা জেতা হলো না জকোভিচের

ক্রীড়া সংগঠক শামসুল আলম আনু মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

ক্রীড়া সংগঠক শামসুল আলম আনু মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

অলিম্পিক থেকে নাওমি ওসাকার বিদায়

অলিম্পিক থেকে নাওমি ওসাকার বিদায়

অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ

অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ