নারী ফুটবলারদের ১০ লাখ টাকা করে উপহার দিলেন প্রধানমন্ত্রী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৩ এএম, ১২ অক্টোবর ২০১৮
নারী ফুটবলারদের ১০ লাখ টাকা করে উপহার দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। বাহরাইন, আরব আমিরাত, লেবানন ও ভিয়েতনামকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের কিশোরী এ গৌরব অর্জন করে। সেই নারী ফুটবল দলকে সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়েদের ২৩ সদস্যের প্রত্যেককে দিয়েছেন ১০ লাখ টাকা করে উপহার দেন। একই সঙ্গে দলে কোচ, ম্যানেজারসহ ১০ কর্মকর্তার প্রত্যেককে ৫ লাখ টাকা করে উপহার দেয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে খেলাধুলার বিকাশে যা যা প্রয়োজন সবকিছু করবে বলে আশ্বাস দিয়ে বলেন, খেলাধুলা ও সংস্কৃতি মানুষকে নিজের দেশকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার সুযোগ করে দেয়। খেলাধুলা ও সংস্কৃতি চর্চা মানুষকে নিজের দেশকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার সুযোগ করে দেয়। এছাড়া ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে মানুষ শৃঙ্খলা শিখে এবং আত্মবিশ্বাসী হয়।

প্রধানমন্ত্রী বলেন, মানুষ খেলাধুলা ও সংস্কৃতি থেকে সুন্দরভাবে জীবনযাপন করতে শিখে। এটি মনে রেখে আমরা দেশে খেলাধুলা ও সংস্কৃতির আরো বিকাশে গুরুত্ব দিয়েছি। দেশ এক সময় খেলাধুলায় পিছিয়ে ছিল। এক্ষেত্রে অনেক বাধা ছিল। কিন্তু আল্লাহর রহমতে সেসব বাধা দূর হয়েছে। আমরা সেসব বাধাবিপত্তি অতিক্রম করে এগিয়ে যাচ্ছি এবং এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
Bangladesh
খেলাধুলাও সংস্কৃতির প্রতি তার পরিবারের সংশ্লিষ্টতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার পরিবারের সকল সদস্য খেলাধুলার সাথে জড়িত ছিল। দাদা ও বাবা ফুটবল খেলতেন। আমার বড়ভাই শেখ কামাল ছিলেন আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা।’

এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করি তারা এগিয়ে যাবে এবং ভবিষ্যতে আরও ভালো করবে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল

ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল

পাকিস্তানের জালে বাংলাদেশের ১৭ গোল

পাকিস্তানের জালে বাংলাদেশের ১৭ গোল

ভিয়েতনামকে হারিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভিয়েতনামকে হারিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ