১৬ জনকে নিয়ে হুইলচেয়ার দাবা প্রতিযোগিতা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১২ এএম, ১৮ ডিসেম্বর ২০২০
১৬ জনকে নিয়ে হুইলচেয়ার দাবা প্রতিযোগিতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন দুই দিনব্যাপী (১৬-১৭ ডিসেম্বর) ‘২য় অনলাইন হুইলচেয়ার দাবা প্রতিযোগিতা ২০২০’ আয়োজন করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের বিভিন্ন জেলার নিবন্ধিত ১৬ জন হুইলচেয়ার দাবাড়ু। প্রতিযোগিতায় অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে স্পোর্টসমেইল২৪.কম।

বুধবার (১৬ ডিসেম্বর) প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা বাংলা একাডেমির উপপরিচালক ড. আমিনুর রহমান সুলতান। উপস্থাপনায় ছিলেন বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের ভলান্টিয়ার কবি মাহি আশফাক।

প্রতিযোগিতার ১ম পর্বে মোট আটটি খেলা অনুষ্ঠিত হয়েছে। ১ম পর্বে নকআউটের মাধ্যমে যথাক্রমে বিজয়ী হন ঢাকার মোহাম্মদ ফাত্তাহুল বাশার, নড়াইলের আব্দুল্লাহ আল মামুন, শেরপুরের আরিফুজ্জামান আরিফ, ঢাকার মো. রাজন হোসাইন, পাবনার ওয়ালী উল্লাহ ওলী, গোপালগঞ্জের উজ্জ্বল বৈরাগী, পটুয়াখালীর মো. হেলাল উদ্দিন এবং ফেনীর তানজামুল ইসলাম তারেক।

কোয়ার্টার ফাইনাল পবের্র ১ম ম্যাচে বিজয়ী হয়েছেন নড়াইলের আবদুল্লাহ আল মামুন, ২য় ম্যাচে বিজয়ী হয়েছেন গোপালগঞ্জের উজ্জ্বল বৈরাগী, ৩য় ম্যাচে বিজয়ী হয়েছেন পাবনার ওয়ালী উল্লাহ ওলী এবং ৪র্থ ম্যাচে বিজয়ী হন শেরপুরের মো. আরিফুজ্জামান আরিফ।

সম্পূর্ণ খেলা বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেজে অনুষ্ঠিত হয়। প্রতিটি ম্যাচে খেলোয়াড়রা ভিডিও কলের মাধ্যমে অনলাইনে উপস্থিত থেকে খেলায় অংশগ্রহণ করেন। দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) প্রতিযোগিতার সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

স্টেডিয়ামের নাম পাল্টে শহীদুলকে সম্মান জানালো ওভাল

স্টেডিয়ামের নাম পাল্টে শহীদুলকে সম্মান জানালো ওভাল

টেবিল টেনিসে দীর্ঘমেয়াদী আবাসিক ক্যাম্প

টেবিল টেনিসে দীর্ঘমেয়াদী আবাসিক ক্যাম্প

মুজিববর্ষে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

মুজিববর্ষে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট