নড়াইলে উন্নয়নমূলক কাজে মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪১ এএম, ২৩ ডিসেম্বর ২০১৭
নড়াইলে উন্নয়নমূলক কাজে মাশরাফি

নিজ জেলা নড়াইলে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান ও বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা

শুক্রবার নড়াইল শহরের চৌরাস্তায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন করেন তিনি। এর মধ্যে নড়াইল শহরের নির্দেশনামূলক চিহ্ন এবং বিপিএলের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের পক্ষ থেকে উপহার পাওয়া মাশরাফির অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করা হয়।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সিদ্দিকুর রহমান, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, ডেপুটি মেয়র রেজাউল বিশ্বাস, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কাজী বশীরুল হক বশীরসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিপিএলের পঞ্চম আসরে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মালিকপক্ষ বসুন্ধরার কাছ থেকে নড়াইলবাসীর জন্য একটি অ্যাম্বুল্যান্স নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজ সেটির উদ্বোধন করা হলো।


শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট খেলতে চান মাশরাফি

টেস্ট খেলতে চান মাশরাফি

মাশরাফি কেন এত জনপ্রিয়?

মাশরাফি কেন এত জনপ্রিয়?

ভাগ্যের সঙ্গে চেষ্টাও প্রয়োজন : মাশরাফি

ভাগ্যের সঙ্গে চেষ্টাও প্রয়োজন : মাশরাফি

সমীকরণকে ‌‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে ফাইনালে মাশরাফি

সমীকরণকে ‌‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে ফাইনালে মাশরাফি