র‌্যালি-আলোচনা ও ভলিবল খেলে শেরপুরে ক্রীড়া দিবস উপযাপন

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৪:১৯ পিএম, ০৬ এপ্রিল ২০১৯
র‌্যালি-আলোচনা ও ভলিবল খেলে শেরপুরে ক্রীড়া দিবস উপযাপন

‘ক্রীড়ায় বিশ্ব সম্প্রীতি, বাংলাদেশের অগ্রগতি’ শ্লোগানে শেরপুরে আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে আলোচনা সভা ও ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে শনিবার (৬ এপ্রিল) সকালে কালেক্টরেট চত্বরে র‌্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়্যেদ এ. জেড মুরশীদ আলী।

এ সময় জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহসানুল মামুন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, ডিএফএ সভাপতি মানিক দত্ত, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

র‌্যালিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, ডিএসএ-ডিএফএ কর্মকর্তা, বিভিন্ন ক্লাব-সংস্থা, একাডেমির ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকরা অংশগ্রহণ করেন। পরে শেরপুর সরকারি কলেজ মাঠে এ উপলক্ষে লাল দল ও সবুজ দলের মাঝে এক প্রীতি ভলিভল খেলা অনুষ্ঠিত হয়।

শাকিল মুরাদ/শেরপুর


শেয়ার করুন :


আরও পড়ুন

নড়াইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

নড়াইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

ক্রীড়া দিবসে রাজবাড়ীতে র‌্যালি ও আলোচনা সভা

ক্রীড়া দিবসে রাজবাড়ীতে র‌্যালি ও আলোচনা সভা

বাগেরহাটের কাবাডি প্রতিযোগিতায় চিতলমারী চ্যাম্পিয়ন

বাগেরহাটের কাবাডি প্রতিযোগিতায় চিতলমারী চ্যাম্পিয়ন

বিশ্বকাপের আগে এলাকার উন্নয়ন কাজে মাশরাফির দৌড়ঝাঁপ

বিশ্বকাপের আগে এলাকার উন্নয়ন কাজে মাশরাফির দৌড়ঝাঁপ