জরিমানার কবলে সাকিব-হাসান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৬ এএম, ২২ নভেম্বর ২০১৭
জরিমানার কবলে সাকিব-হাসান

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্বান্তে আপত্তিকর প্রতিক্রিয়া দেখানোয় জরিমানার কবলে পড়লেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। এ ছাড়া জরিমানা গুনতে হবে কুমিল্লার পাকিস্তানি ডান-হাতি পেসার হাসান আলীকেও।

ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে সাকিবকে। অন্যদিকে প্রতিপক্ষ ব্যাটসম্যানকে আউটের পর ড্রেসিং রুমের পথ দেখিয়ে দেয়ায় হাসানকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।

সোমবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইনিংসের নবম ওভারের পঞ্চম বলে ইমরুল কায়েসের বিপক্ষে লেগ বিফোর আবেদন করেন সাকিব। আম্পায়ার র‌্যানমোর মার্টিনেজ তাতে সাড়া দেননি। এরপরই আম্পায়ারকে উদ্দেশ্য করে দৃষ্টিকটু প্রতিক্রিয়া দেখান সাকিব।

সাকিবের এমন আচরণ নিয়ম-ভঙ্গের মধ্যেই পড়ে। তাই ম্যাচ শেষে জরিমানা করার পাশাপাশি সাকিবকে ৩টি ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে। আর ১টি পয়েন্ট পেলেই এক ম্যাচ নিষিদ্ধ হতে হবে সাকিবকে।

একই ম্যাচে ঢাকার ব্যাটিং ইনিংসে মোসাদ্দেককে আউট করে ড্রেসিংরুমের পথ দেখিয়ে জরিমানার কবলে পড়লেন হাসান। তবে কোন ডিমেরিট পয়েন্ট পাননি তিনি। ম্যাচে ২০ রানে ৫ উইকেট নিয়ে কুমিল্লাকে দুর্দান্ত এক জয়ের স্বাদ দিয়েছেন ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা হাসান।

সাকিবের মত একই অবস্থায় আছেন তামিম-সাব্বির-লিটনও। জরিমানার পাশাপাশি এরা সকলেই ৩টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

জয়ে ফিরলো মাশরাফির রংপুর

জয়ে ফিরলো মাশরাফির রংপুর

ঘুরে দাঁড়িয়ে লিড নিল ভারত

ঘুরে দাঁড়িয়ে লিড নিল ভারত

অভিষেকেই শিরোপা জয় দিমিত্রভের

অভিষেকেই শিরোপা জয় দিমিত্রভের

মার্চে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

মার্চে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ