টসে জিতে ব্যাটিংয়ে রাজশাহী, মাঠে মোস্তাফিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৩ এএম, ২৬ নভেম্বর ২০১৭
টসে জিতে ব্যাটিংয়ে রাজশাহী, মাঠে মোস্তাফিজ

চলমান বিপিএলে নিজেদের প্রথম খেলায় রাজশাহী কিংসকে ৯ উইকেটের ব্যবধানে হারিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ (শনিবার) আবারও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দল দুটি। ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি।

এদিকে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থাকা রাজশাহী কিংস জয়ের বিকল্প ভাবছে না। তবে তাদের জন্য বড় খুশির বিষয় আজ একাদশে ফিরেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

অন্যদিকে অনেকটা হোম গ্রাউন্ডের সুবিধা পাবে কুমিল্লা। কারণ, চট্টগ্রাম থেকে কুমিল্লার দূরত্ব খুব একটা বেশি নয়। যার প্রমাণও মেলেছে। স্টেডিয়ামের বাইরে প্রচুর কুমিল্লার সমর্থক ভিড় জমিয়েছে।

এছাড়াও কুমিল্লা ভিক্টোরিয়ান্স পয়েন্টে রাজশাহীর চেয়ে অনেক এগিয়ে। ছয় ম্যাচ খেলে পাঁচ জয় ও এক পরাজয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে অবস্থান করছে কুমিল্লা ।

টানা পাঁচ ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে কুমিল্লা। আজকের ম্যাচ জিতলে ঢাকা গ্ল্যাডিয়েটরসের টানা পাঁচ ম্যাচ জেতার রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বে কুমিল্লা। এছাড়াও আজকে ম্যাচ জিতলে খুলনাকে হটিয়ে আবারও শীর্ষে উঠে যাবে দলটি।


বিষয়ঃ

শেয়ার করুন :