বিপিএলে মুশফিকের ‘ছক্কা সেঞ্চুরি’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
বিপিএলে মুশফিকের ‘ছক্কা সেঞ্চুরি’

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে দারুণ খেলছে অভিজ্ঞ মুশফিকুর রহীম। তারই ধারাবাহিকতায় তামিম ইকবালের পর দেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে বিপিএলে ১শ ছক্কার মাইলফলক স্পর্শ করলেন মিডল অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম।

চলমান বিপিএলে ৩৫তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১শ ছক্কা পূর্ণ করেন ফরচুন বরিশালের হয়ে খেলতে নামা মুশফিক। এ ম্যাচে ৩টি করে চার-ছক্কায় ৩২ বলে ৫২ রান করেন তিনি। এ ইনিংসের সুবাদে বিপিএলের ইতিহাসে তৃতীয় ও দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ১শ ছক্কার মালিক হন মুশফিক।

মুশফিকের আগে বিপিএলে ১শ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও তামিম। এবারের আসরে বরিশালের হয়েই খেলছেন তামিম।

গত ১৪ ফেব্রুয়ারিতে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৭টি চার ও ৪টি ছক্কায় ৪৫ বলে ৭১ রানের ইনিংস খেলার পথে বিপিএলে ১শ ওভার বাউন্ডারি পূর্ণ করেন তামিম।

৫২ ম্যাচের ৫২ ইনিংসে বিপিএলে সর্বোচ্চ ১৪৩ ছক্কার মালিক গেইল। ৯৮ ম্যাচের ৯৭ ইনিংসে ১০৩ ছক্কায় এ তালিকার দ্বিতীয়স্থানে আছেন তামিম। ১১৫ ইনিংসে ১০০ ছক্কা নিয়ে তালিকার তৃতীয়স্থানে আছেন মুশফিক।


শেয়ার করুন :