‘নোয়াখালী রয়্যালস’ নামে বিপিএলে দল নিতে চান লন্ডনভিত্তিক ব্যবসায়ী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ৩০ জুন ২০২৫
‘নোয়াখালী রয়্যালস’ নামে বিপিএলে দল নিতে চান লন্ডনভিত্তিক ব্যবসায়ী

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ‘নোয়াখালী রয়্যালস’ নামে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী একটি কোম্পানি। বিপিএলের পরবর্তী আসরে দল নিতে চায় সায়ান’স গ্লোবাল নামের এ কোম্পানি। ইতিমধ্যে বিসিবিকে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে তারা।

যোগাযোগের জন্য কোম্পানির ওয়েবসাইটে লন্ডনের ঠিকানা দেওয়া হয়েছে। কোম্পানিটির মালিক লন্ডনভিত্তিক ব্যবসায়ী আহমেদ জামিল সোমবার (৩০ জুন) মিরপুরে সাংবাদিকদের বলেন, “আমরা আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ প্রস্তুত।”

তিনি বলেন, “আমরা আশা করি, আমাদের প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখবেন তারা। নোয়াখালীর মানুষের প্রত্যাশা পূরণ করবেন। আমরা নোয়াখালীর নামে দল কিনতে চাই। আমরা অন্য কোনও নাম নেব না। আমরা নোয়াখালীকে প্রচার করতে চাই।”

এই নামে কোনও ফ্র্যাঞ্চাইজি নেওয়া হবে কি-না সে বিষয়ে বিসিবি পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়টিও তিনি নিশ্চিত করেন। বলেন, “একটি বোর্ড সভা আছে। সেই বোর্ড সভায়, নতুন কোনও ফ্র্যাঞ্চাইজি নেওয়া হবে কি-না তা সিদ্ধান্ত নেওয়া হবে এবং হলে তারা আমাদের জানাবে কী কী নথিপত্র প্রয়োজন।”

বিপিএলে এখন পর্যন্ত ১১টি আসর অনুষ্ঠিত হয়েছে। তবে কখনো নোয়াখালী নামে কোনো ফ্র্যাঞ্চাইজি ছিল না। এবার যদি এই নামে ফ্র্যাঞ্চাইজি দেয় বিসিবি তাহলে কুমিল্লার চট্টগ্রাম বিভাগ থেকে আরও একটি ফ্র্যাঞ্চাইজি দেখা যাবে।


বিষয়ঃ

শেয়ার করুন :