বিপিএলে চার-ছক্কা নতুন রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৬ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৭
বিপিএলে চার-ছক্কা নতুন রেকর্ড

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এক ইনিংসে সর্বোচ্চ চার ও ছক্কা নয়া রেকর্ড সৃষ্টি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান রংপুর রাইডার্সের ক্রিস গেইল এ নতুন রেকর্ড গড়েছেন।

বিপিএলের পঞ্চম আসরে শুক্রবার এলিমিনেটর ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে ৬টি চার ও ১৪টি ছক্কা মারেন এ ছক্কা মানব। একই সঙ্গে এক ইনিংসে সর্বোচ্চ চার-ছক্কার নতুন রেকর্ডও তার দখলে রইলো। অবশ্য এটির রেকর্ড আগেও তার অধিনে ছিল। অর্থাৎ নিজের করা রেকর্ডই ভাঙে নতুন করে গড়লেন গেইল।

বিপিএলে এর আগে এক ইনিংসে সর্বোচ্চ চার-ছক্কার রেকর্ডটি ২০১৩ সালে গড়েছিলেন গেইল। সিলেট রয়্যালসের বিপক্ষে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে ৫টি চার ও ১২টি ছক্কা মেরেছিলেন তিনি। ঐ ম্যাচে ৫১ বলে ১১৪ রান করেছিলেন গেইল। শেষ পর্যন্ত ম্যাচটি মাত্র ৪ রানে জিতে ঢাকা।

তবে শুক্রবার ১৪টি ছক্কার বহর সাজিয়েছেন এ মারকুটে ব্যাটসম্যান। ৫১ বল খেলে গেইল তুলেন ১২৬ রান। ফলে টুর্নামেন্টের প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে কুমিল্লাকে ৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠেছে ঢাকা



শেয়ার করুন :


আরও পড়ুন

ছক্কা বৃষ্টি ঝড়ালো গেইল

ছক্কা বৃষ্টি ঝড়ালো গেইল

কুমিল্লাকে বিধ্বস্ত করে ফাইনালে ঢাকা

কুমিল্লাকে বিধ্বস্ত করে ফাইনালে ঢাকা

গেইলের সেঞ্চুরি, বিদায় নিলো খুলনা

গেইলের সেঞ্চুরি, বিদায় নিলো খুলনা

সাইফের নেতৃত্বে যুব বিশ্বকাপের দল

সাইফের নেতৃত্বে যুব বিশ্বকাপের দল