বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২০ পিএম, ১৯ জানুয়ারি ২০১৯
বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড

ছবি : বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের এখন পর্যন্ত সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো চিটাগং ভাইকিংস। শনিবার সিলেটের মাটিতে খুলনা টাইটান্সের বিপক্ষে ২১৪ রান করে এ রেকর্ড করে মুশফিকের দল চিটাগং।

বিপিএলে চলমান আসরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চতুর্থ ও শেষ দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে চিটাগং ভাইকিংস। চিটাগংকে ভালো শুরু এনে দিতে পারেননি দলের দুই ওপেনার আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ ও দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট। দলীয় ১৭ রানে ফিরে যান ডেলপোর্ট।

বড় ইনিংস খেলার চেষ্টা করেছিলেন শাহজাদ। তবে শেষ পর্যন্ত তা পরেননি। মারমুখী মেজাজে ৩টি করে চার ও ছক্কা হাঁকিয়ে ১৭ বলে ব্যক্তিগত ৩৩ রানেই তাইজুল ইসলামের বলে থেমে যান শাহজাদ।

দলীয় ৫৬ রানে শাহজাদের বিদায়ের পর জুটি বাঁধেন ইয়াসির আলি ও অধিনায়ক মুশফিকুর রহিম। খুলনার বোলারদের উপর চড়াও হন তারা। এই জুটি থেকে দল পায় ৫০ বলে ৮৩ রান।

ইয়াসির ৫টি চার ও ৩টি ছক্কায় ৩৬ বলে ৫৪ করে আউট হলেও শ্রীলঙ্কার দাসুন শানাকাকে নিয়ে দলের স্কোর বড় করেন মুশফিক। দলকে বড় স্কোরের পথে রেখে ব্যক্তিগত ৫২ রানে থেমে যান মুশি। ৩৩ বলে ৮টি চার ও ১টি ছক্কা হাঁকানো মুশফিক শিকার হন ডেভিড ওয়াইসের।

ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলেন শানাকা ও আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান। ইনিংসের শেষ ১৪ বলে ৪৪ রান যোগ করেন তারা। শানাকা ৩টি চার ও ৪টি ছক্কায় ১৭ বলে অপরাজিত ৪২ ও জাদরান ২টি চার ও ১টি ছক্কায় ৫ বলে অপরাজিত ১৬ রান করেন।

খুলনার পক্ষে ২৬ বলে ২ উইকেট শিকার করেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় ওয়াইস।

বিপিএলের চলমান আসরে ঢাকার প্রথম পর্বে রান খরায় ভুগে দলগুলো। ১২০ বলে ১৫০ রানই যেন বিশাল স্কোর ছিল। তবে সিলেটে সেই রানের খরা কিছুটা হলেও কমেছে। আজকের (শনিবার) দিনের প্রথম খেলায় স্বাগতিক সিলেট সিক্সার্স ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান করে। তবে সিলেটের চেয়ে আরও বেশি ব্যাটিং তাণ্ডব দেখায় মাশরাফির রংপুর। সিলেটের ১৯৪ রানের তজবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৩ বলে ৬ উইকেট হারিয়ে ১৯৫ রান তুলে জয় নিশ্চিত করে।

একই দিন দ্বিতীয় ম্যাচে ২০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২১৮ রানের রেকর্ড গড়লো মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিং । যা চলমান বিপিএলের সর্বোচ্চ রানের স্কোর।

উল্লেখ্য, বিপিএলের চলমান ষষ্ঠ আসরে এখন পর্যন্ত ২১৪ রান সর্বোচ্চ হলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড ঢাকার। ২০১৩ সালে ২১৭ রানের দলীয় স্কোর গড়েছিল ঢাকা।



শেয়ার করুন :


আরও পড়ুন

দেশের স্বার্থে বিপিএলে ‘বদল’ চান রোডস

দেশের স্বার্থে বিপিএলে ‘বদল’ চান রোডস

নার্ভাস তামিমের ব্যাটে ৭৩ রান

নার্ভাস তামিমের ব্যাটে ৭৩ রান

দুর্দান্ত খেলেও হারের কারণ নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

দুর্দান্ত খেলেও হারের কারণ নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

বিপিএলে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি নিয়ে ‘হতাশ’ টাইগার কোচ

বিপিএলে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি নিয়ে ‘হতাশ’ টাইগার কোচ